বুধবার ● ২৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা আটক
গাজীপুর পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৩ মি.) গাজীপুরের পাসপোর্ট অফিস থেকে মো; জসিম উদ্দিন (২৫) নামে এক রোহিঙ্গা আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
২৫ জুলাই মঙ্গলবার বেলা ১টার দিকে পাসপোর্ট করতে আসা ওই রোহিঙ্গাকে আটক করা হয়।
আটক জসিম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাসপোর্ট করতে এখানে আসেন। তার বাবার নাম আক্কাছ আলী।
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. সালেহ উদ্দিন জানান, গাজীপুর অফিসে এসে পাসপোর্টের জন্য আবেদন করেন মিয়ানমারের নাগরিক জসিম। ঝাছাই বাছাইয়ের এক পর্যায়ে তার কথাবার্তা ও আচার আচরণে অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। এ সময় জয়দেবপুর থানায় খবর দেয়া হলে একদল পুলিশ এসে জসিমকে আটক করে নিয়ে যায়।
গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. কবির হোসেন জানান, পাসপোর্টের আবেদন ফরমে ওই রোহিঙ্গা জসিম গাজীপুরের টঙ্গীর মন্নু নগরের ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে একজন রোহিঙ্গা বলে দাবী করে। এছাড়া সে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে পুলিশের কাছে স্বীকার করে।
তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে উখিয়ার ওই ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে পুলিশ জানায়।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম মোবাইল ফোনে জানান, “আমি কিছু জানি না। আমি খবর নিচ্ছি”।