শুক্রবার ● ২৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের বাজেট ঘোষণা: অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্ধ
রাঙামাটি জেলা পরিষদের বাজেট ঘোষণা: অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্ধ
ষ্টাফ রিপোর্টার :: (১২ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৯মি.) রাঙামাটি জেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। ২৬ জুলাই বৃহষ্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা এ বাজেট ঘোষনা করেন।
প্রস্তাবিত বাজেটে সংস্থাপন ব্যায় খাতে ৭০ কোটি টাকা এবং পরিষদের নিজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি টাকসহ মোট ৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়।
এবারের বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে সর্বোচ্চ বরাদ্ধ রাখা হয়েছে। মোট বাজেটের ২৫ শতাংশ অর্থাৎ ১৪ কোটি ৬২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্ধ রাখা হয় যোগাযোগ অবকাঠামো খাতে। শিক্ষা তথ্য ও প্রযুক্তি খাতে ১১ কোটি ৭০ লক্ষ টাকাসহ ধর্ম, কৃষি স্বাস্থ ও জনস্বাস্থ্য পরিবার পরিকল্পনা, সমাজ কল্যাণ ও আর্থ সামাজিক এবং নারী উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ, পর্যটন, ত্রাণ ও পুনর্বাসন, ভুমি ও হাটবাজার, শিশু উন্নয়ন এসব খাতে প্রয়োজনীয় বরাদ্ধ রাখা হয়।
বাজেট ঘোষনার সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মুছা মাতব্বর, ত্রিদিব কান্তি দাশ, শান্তনা চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক হোসেন ছাড়াও রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার উপস্থিত ছিলেন।