শুক্রবার ● ২৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ট্রু নিউজ বিডি’র বিরুদ্ধে ৫৭ ধারায় পুলিশের মামলা
ট্রু নিউজ বিডি’র বিরুদ্ধে ৫৭ ধারায় পুলিশের মামলা
ময়মনসিংহ অফিস :: (১২ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৯মি.) দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের উপর কুষ্টিয়ার আদালত চত্বরে হামলার পর রক্তাক্ত ছবির সাথে ময়মনসিংহের পুলিশ সুপারসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার ছবি গত ২২ জুলাই ‘ট্রু নিউজ বিডি’ এবং ইউটিউবে আপলোড করায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে ময়মনসিংহ পুলিশ। জেলা পুলিশের আরও ওয়ান অসীম কুমার দাস কোতোয়ালী মডেল থানায় (মামলা নং-৯৪(৭) ১৮ইং) এ মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার ২৬ জুলাই দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস বিফ্রিং-এ পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম এ তথ্য জানান।
এসময় পুলিশ সুপার বলেন,পুলিশের ভার্বমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল কুষ্টিয়ার আদালতে গত ২২ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের রক্তাক্ত ছবির সাথে ময়মনসিংহের পুলিশ সুপারসহ কয়েকজন পুলিশ কর্মকর্তার ছবি ট্রু নিউজ বিডি এবং ইউটিউবে আপলোড করে পুলিশের ভাবমূর্তি নষ্ট ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য উদ্দেশ্যমূলকভাবে এ কাজটি করেছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সম্পর্কে মিথ্যা ভিত্তিহীন সংবাদ‘ ট্রু নিউজ বিডি’ ও ইউটিউবে আপলোড করে অপরাধ করায় পুলিশের জেলা রিজার্ভ অফিসের আরও ওয়ান সহকারী পরিদর্শক অসীম কুমার দাস বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় ‘ট্রু নিউজ বিডি’ ও ইউটিউবসহ অজ্ঞাত ব্যাক্তিদের নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭(১) ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৯৪(৭)১৮ইং ।
প্রেস বিফ্রিং কালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) জয়িতা শিল্পী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল-আমিন ও কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।