রবিবার ● ২৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠান
রাঙামাটিতে বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠান
ষ্টাফ রিপোর্টার :: (১৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৮ মি.) রাঙামাটি বনবিভাগের আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ২০১৮ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ। ২৯ জুলাই রবিবার বিকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য উষাতন তালুকদা এমপি।
রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সফি কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সুপার মো. জাহাঙ্গীর আলম, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক কৃষ্ঞ প্রসাদ মল্লিক, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরি, ও বিভাগীয় বন কর্মকর্তা, দক্ষিণ বন বিভাগ মো: তৌফিকুল ইসলাম।
অনুষ্ঠান শুরুর পূর্বে একটি ফলজ চারা রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এবং পাঁচ জন কৃষক কে পাঁচটি করে ফলজ,বনজ এবং ঔষধী চারা প্রদান করেন।।
প্রধান অতিথির উষাতন তালুকদার এমপি বলেন সমুজ বন মানে প্রকৃতির শোভা। গাছপালা আমাদের অনেক ভাবে উপকার করে কিন্তু আমরা বুঝিনা। এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে। আবহাওয়ার প্রধান উপাদান হলো বনাঞ্চল। বন বাঁচলে দেশ বাচবে। দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তিনি সুন্দর প্রকৃতি ও পরিবেশের স্বার্থে বৃক্ষরোপনে সকলকে মনোযোগী হওয়ার আহবান জানান।
বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেনবাংলাদেশ বেতার, রাঙামাটি আঞ্চলিক কেন্দ্রের উপস্থাপক মিস. শিখা ত্রিপুরা।