সোমবার ● ৩০ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব
কাউখালীতে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব
কাউখালী প্রতিনিধি :: (১৫ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৯ মি.) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন মুলক কার্য্যক্রম সরেজমিনে কাউখালী উপজেলায় পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব।
৩০ জুলাই সোমবার কাউখালী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ইতি পুর্বে নির্মানাধীন এবং চলমান বিভিন্ন উন্নয়নমুলুক কার্য্যক্রম গুলি সরেজমিনে মাঠ পর্যায়ে পরিদর্শনে আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রুমা রানী রায়। এ সময় তার সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব শাহানারা ইয়াসমিন (লিলি),পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রনালয়ের কর্মকর্তা মো. নুরুল আমিন, পার্বত্য চট্টগাম উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুমেশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ উপ-সহকারী প্রকৌশলী উজ্জল কান্তি দেওয়ান। অতিরিক্ত সচিব কাউখালী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক নব-নির্মিত উপজেলা অডিটোরিয়াম, সানু বৌদ্ধ বিহার সীমানা প্রাচীর, কাউখালী ক্রীড়া ভবন এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক নির্মিত কাউখালী হারাঙীপাড়া রাস্তা সহ বেতবুনিয়া ইউনিয়নের এবং কলমপতি ইউনিয়নের বেশ কিছু কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। পরে তিনি উপজেলা সদরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ রেষ্ট হাউজে উপজেলা চেয়ারম্যান এসএম চৌধুরী (চৌচামং) এবং উপজেলা নির্বাহী অফিসার এ,এম,জহিরুল হায়াতের সাথে এক মতবিনিময় সভা করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্তিত ছিলেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা,কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।