মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কৃত্তিকা ত্রিপুরা ধর্ষন ও হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে পানছড়িতে মানববন্ধন
কৃত্তিকা ত্রিপুরা ধর্ষন ও হত্যায় জড়িতদের শাস্তির দাবীতে পানছড়িতে মানববন্ধন
পানছড়ি প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) খাগড়াছড়ির দীঘিনালায় কৃত্তিকা ত্রিপুরা ওরফে পুর্ণাতি ত্রিপুরাকে ধর্ষনের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুুলক শাস্তি এবং শিশু, নারীসহ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে পানছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ জুলাই মঙ্গলবার সকালে বাত্রিসক পানছড়ি আঞ্চলিক শাখা, টিএসএফ পানছড়ি উপজেলা শাখা ও টিওয়াইএসএফ পানছড়ি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, ৫নং উল্টাছড়ি ইউপি সদস্য বরেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বিপুল বিকাশ ত্রিপুরা(বাচ্চু), পানছড়ি উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদ এর সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক নিরজয় ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি অনিক ত্রিপুরা, নিতু ত্রিপুরা, অনজিৎ ত্রিপুরা প্রমুখ।
উপজেলা লন ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম এর সাধারণ সম্পাদক টুমনি ত্রিপুরা পরিচালিত সভায় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই রাতে দীঘিনালার নয় মাইল নামক এলাকায় বাসার সামনে একটি সেগুন বাগান থেকে কৃত্তিকা ত্রিপুরা(১১)র মরদেহ পাওয়া যায়। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারনা তাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ৩জনকে আটক করেছে পুলিশ।