মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রোধে মানববন্ধন
কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রোধে মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্ত দেখার বিরল মনোলোভা দৃশ্য অবলোকনের সমুদ্র সৈকত কুয়াকাটাকে রক্ষায় সাগরপাড়ের লাখো পরিবারে এখন বিরাজ করছে চরম উৎকন্ঠা। সাগরের উত্তাল ঢেউয়ের তান্ডব বিগত ১০ বছরে সৈকতের অন্তত দেড় কিলোমিটার প্রস্থ এলাকা গিলে খেয়েছে। এর তান্ডব ক্রমশ বাড়ছে। রাক্ষুসে সাগর যেন আরও হিংস্ন হয়ে হানা দিচ্ছে সৈকতের বেলাভূমে। পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গনরোধে প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নও অনিশ্চয়তায় পড়েছে। সব মিলে কুয়াকাটার নৈসর্গিক স্পটসহ সমগ্র এলাকা পড়েছে অস্তিত্ব সঙ্কটে। এবছর ইতোমধ্যে অন্তত ৩০ ফুট প্রস্থ সৈকত এলাকা অস্বাভাবিক জোয়ারের তান্ডবে সাগর গিলে খেয়েছে। উৎকন্ঠায় বিনিয়োগকারীসহ স্থানীয় মানুষ। সরকারিভাবে পাউবো অস্থায়ী প্রতিরক্ষায় জিও ব্যাগ দিয়ে ঢেউয়ের ঝাপটা ঠেকানোর ব্যর্থ চেষ্টা শুরু করেছেন। তাও প্রয়োজনের তুলনায় কিছুই না। কুয়াকাটার এমন বিধ্বস্ত দশা ঠেকাতে সরকারের দৃষ্টি আকর্ষণে কোন উপায় না পেয়ে মঙ্গলবার ৩১ জুলাই বেলা ১১টায় বিভিন্ন সংগঠন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এসব কর্মসূচিতে কুয়াকাটা প্রেসক্লাব, সম্মিলিত কুয়াকাটাবাসী, কুয়াকাটা বয়েস ক্লাব, ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতি, ঢাকাস্থ কলাপাড়া উপজেলা শিক্ষার্থীদের সংগঠন উপকূল, কুয়াকাটা তরুণ ক্লাব, বানৌজা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, ঢাকা কলেজেস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ (সাগরকন্যা), ঢাকাস্থ চম্পাপুর ছাত্র কল্যাণ পরিষদ (পায়রা) এবং ঢাকাস্থ মহিপুর থানা ছাত্র কল্যাণ পরিষদসহ এসব সংগঠনের শতাধিক সদস্য এ কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হাবিবুল্লাহ রানা, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ছাত্র সংগঠক মো. আরিফ বিল্লাহ নাসিম, মো. মহিউদ্দিন, আ. রহিম, ওসমান গনি, আবু হানিফ, মামুন খান, রাসেল খান, মো. মিজানুর রহমান, মাসুদ পারভেজ সাগর প্রমুখ।
বক্তারা বলেন,‘ মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিজস্ব চিন্তা আর দুরদর্শীতার মধ্য দিয়ে কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্রে উন্নীতের সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। এখন সাগরের অব্যাহত ভাঙ্গন রোধে আপনি সদয় হস্তক্ষেপ করুন। আপনার প্রিয় কুয়াকাটাকে আপনিই রক্ষা করুন।’