রবিবার ● ২০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » কাউখালতে ব্লাস্টের সচেতনতা মেলা-২০১৫
কাউখালতে ব্লাস্টের সচেতনতা মেলা-২০১৫
কাউখালী প্রতিনিধি :: রবিবার ২০ ডিসেম্বর রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গনে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(বস্নাস্ট) রাঙামাটি ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্লাস্ট সচেতনতা
মেলা -২০১৫৷ মেলায় আইন সহায়তা বিষয়ক বিভিন্ন প্রকাশনা, লিফলেট, পোষ্টার,ফেস্টুন সম্বলিত ব্লাস্ট স্টল, রাঙামাটি কোতয়ালী থানার ভিকটিম সাপোটর্ সেন্টার এবং স্থানীয় এনজিও আশিকা মানবিক উনড়বয়ন কেন্দ্র এবং সা’স এর স্টল দেওয়া হয়৷ উপস্থিত অতিথি এবং দশর্ণার্থীরা স্টল গুলো থেকে বিভিন্ন তথ্য ও উপকরণ সংগ্রহ করেন৷ এছাড়া দিনব্যাপী এ মেলায় আলোচনা সভা, সচেতনতা বিষয়ক নাটিকা, গান নাচ সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত পরিবেশিত হয়৷
মেলায় প্রধান অতিথি ছিলেন-চাকমা সাকের্ল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়,বিশেষ অতিথি কাউখালী উপজেলা চেয়ারম্যান এসএম চৌধুরী (চৌচামং), রাঙামাটি সদর সার্কেল সিনিয়র এএসপি চিত্তরঞ্জন পাল, কোতয়ালী থানার এএসপি সাইফুল ইসলাম, নারী অধিকার নেত্রী টুকু তালুকদার,কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান কৃপা চাকমা, মংসুই চৌধুরী ও সাংবাদিক হরিকিশোর চাকমা৷
সভাপতিত করেন বলা্স্ট রাঙামাটি ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত ৷
স্বাগত এবং শুভেচ্ছা বক্তব্য দেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান- তৃণমূল পর্যায় আইনী সচেতনতা বৃদ্ধি এবং অধিকার বিষয়ে জনগণকে আরও সচেতন করার জন্যই এই মেলার আয়োজন৷
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি ইউনিটের মেডিয়েশন অফিসার রাঙাবী তঞ্চঙ্গ্যা এছাড়া মেলার সার্বিক সহযোগিতার দায়িতে ছিলেন নান্টু মার্মা ও কনিম চাকমা ৷