বুধবার ● ১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » আবারো ঝালকাঠি-বরিশাল সড়কে বাস চলাচল বন্ধ
আবারো ঝালকাঠি-বরিশাল সড়কে বাস চলাচল বন্ধ
ঝালকাঠি প্রতিনিধি :: (১৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৪মি.) দুই মালিক সমিতির সাথে দ্বন্দে বরিশাল ও খুলনাসহ অভ্যন্তরিন রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি। বুধবার দুপুর থেকে ঝালকাঠি থেকে সবরুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
এ ব্যাপারে ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সাধারণ সম্পাদক, মিলন মাহামুদ বাচ্চু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঝালকাঠি থেকে কুয়াকাটা রুটে বাস চলতে দেয়ার দীর্ঘদিনের দাবী গত ৩১ জুলাইয়ের মধ্যে মেনে নেয়ার সীদ্ধান্ত হয়েছিল। বরিশাল বিভাগীয় কমিশনাদের কর্যালয়ে ঝালকাঠি ও বরিশাল মালিক সমিতি ও দুই জেলার শীর্ষ প্রসাসনের মধ্যস্ততায় গত ২৪ জুন মীমাংশা হয়। কিন্তু সেই মিমাংশা উপেক্ষা করে বরিশাল মালিক সমিতি কুয়াকাটা রুটে ঝালকাঠির বাস চলতে না দেয়ায় সকালে বরিশাল বাসস্ট্যান্ড থেকে নিজেদের বাসগুলোকে ঝালকাঠির শেষ সীমান্তে কালিজিরার অস্থায়ী স্ট্যান্ডে নিয়ে আসে ঝালকাঠি মালিক সমিতি। তবে ঝালকাঠি জেলা প্রশাসন অস্থায়ী স্ট্যান্ড থেকে বাস চলাচলে নিষেধাজ্ঞা জানালে সবরুটে বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি। এতে সৃষ্টি হয়েছে জনভোগান্তি।
এদিকে এ ব্যাপারে ঝালকাঠি জেলা প্রশাসন সাংবাদিকদের জানায়, অস্থায়ী স্ট্যান্ড এর ব্যপারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই ঝালকাঠির বাসগুলোকে বরিশাল ও ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে পরিচালনা করতে বলা হয়েছে।