বুধবার ● ১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি :: (১৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের গুটাবাছা নামক স্থানে মোটরসাইকেল উল্টে মারা গেছেন সাংবাদিক জাকির হোসেন নান্টু (৪০)। নিহত জাকির হোসেনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সংবাদ সকাল পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল (৩১জুলাই) সোমবার বিকেলে কুয়াকাটা থেকে মোটরসাইকেলে খালাতো বোন লুনা আক্তার নদীকে (২৫) নিয়ে ফিরছিলেন জাকির। আড়াইটার দিকে দুর্ঘটনায় পতিত হন। দুর্ঘটনার পরে স্থানীয়রা উভয়কে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি চিকিৎসার পরে জাকির হোসেনকে বরিশাল রেফার করেন চিকিৎসক। এম্বুলেন্সে তোলার পরে আনুমানিক সারেচারটার সময় জাকির হোসেন নান্টু মারা যান।
তারা গত রবিবার বিকেলে কুয়াকাটায় বেড়াতে আসেন। জাকিরের সঙ্গী নদীর বাবার নাম মো. রেজাউল, বাড়ি বাকেরগঞ্জের নেয়ামতি গ্রামে। তবে নদী প্রথমে নিহত জাকিরকে তার মামা বলে দাবি করছিলেন। চিকিৎসক জেএইচ খান লেনিন জানান, বাইরে থেকে তার আঘাতের ধরন গুরুতর বোঝা যাচ্ছে না। তবে মাথায় আঘাতের কারণে ইন্টারনাল ইনজুরি হতে পারে।
কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, তারা বিষয়টি অবগত হয়েছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।