বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে মুক্তপাঠ কর্মশালা সম্পন্ন
পানছড়িতে মুক্তপাঠ কর্মশালা সম্পন্ন
পানছড়ি প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৯মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় কিশোর বাতায়ন, মুক্তপাঠ ও শিক্ষক বাতায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ ২ আগষ্ট বৃহস্পতিবার মধ্যনগর দাখিল মাদ্রাসা কমিটির উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, পানছড়ি উপজেলা কার্যলয়ের কারিগরী সহায়তায় আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক।
পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক; আইসিটি ফর এডুকেশন, খাগড়াছড়ি জেলা অ্যাম্বাসেডর মো. তহিদুর রহমান প্রশিক্ষক হিসাবে শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। কিশোর বাতায়ন, শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ ও আইডি খোলা, ব্যাবহার করা, কন্টেন্ট ডাউনলোড করা, অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করে কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ গ্রহণসহ নানা বিষয়ে হাতে-কলমে দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দেন।
মাদ্রাসা সুপার মো. তমিজ উদ্দিন প্রশিক্ষণ কর্মশালায় বলেন শত প্রতিকুলতার মাঝে আমরা প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠানটি আজোও এমপিও ভূক্ত হয়নি, প্রতিষ্ঠানে কম্পিউটার/ল্যাপটপ নেই। নেই কোন ধরণের প্রযুক্তিগত প্রশিক্ষণ। তাই ইচ্ছা থাকলেও মাল্টিমিডিয়া ক্লাস, অনলাইন প্রশিক্ষণ ইত্যাদি আধুনিক বিশ্বের প্রযুক্তিগত সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের অবকাঠামোগত সমস্যাও আছে। আমরা সংশ্লিষ্ট সকল কতৃপক্ষের সদয় সুদৃষ্টি কামনা করেন।