বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » ঢাকা বিভাগ » শিক্ষার্থীদের অবরোধে অচলাবস্থা ছাড় পায়নি পুলিশ
শিক্ষার্থীদের অবরোধে অচলাবস্থা ছাড় পায়নি পুলিশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৯মি.) ছাত্র হত্যার প্রতিবাদে,নৌ-মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ ও নিরাপদ সড়কসহ ৯দফা দাবিতে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দরেও আজ বৃহস্পতিবার সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালণ করেছে শিক্ষার্থীরা। তৃতীয় দিনে কদমরসুল বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় উপজেলা চেয়ারম্যান মুকুলের বাড়ির সামনে অবস্থান করে এসকল কর্মসূচী পালণ করে। এ সময় তারা ওই রুটে চলাচলকৃত বাস,ট্রাক,কভার্ডভ্যান,পিকাপ,সিএনজিসহ সকল প্রকার হাল্কা ও ভারী যানবাহন আটক করে কাগজপত্র তল্লাশি করে। তাদের অভিযানে বন্দর থানা পুলিশের পিকাপ ও মোটর সাইকেলও ছাড় পায়নি। কর্মসূচী চলাকালে ছাত্রদের আটককৃত ১টি ট্রাকের বৈধ কাগজপত্র না থাকায় বন্দর থানার সাব-ইন্সপেক্টর সাইয়্যাদুর রহমান (নারায়ণগঞ্জ-৮০২.০০৬-৫৮ নম্বরের) একটি ট্রাকের বিরুদ্ধে মামলা রুজু করেন। ছাত্ররা পরিবহণ তল্লাশীর পাশাপাশি নানা শ্লোগানে মুখরিত করে তোলে। একই সময় থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ ও বিভিন্ন পরিবহণ আটক করে কাগজপত্র পরীক্ষা করে সেখানকার শিক্ষার্থীরা। এসব অভিযান চলাকালে বন্দরের বিভিন্ন অঞ্চলের গাড়ী চলাচল কিছুটা অপ্রতুল দেখা যায়। এ কারণে গোটা বন্দরে অচলাবস্থা বিরাজ করে।