বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » নিরাপত্তার জন্য সিলেটে চলছে শিক্ষার্থীদের আন্দোলন
নিরাপত্তার জন্য সিলেটে চলছে শিক্ষার্থীদের আন্দোলন
সিলেট প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৪মি.) ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র শিক্ষার্থীদের চলমান আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে।
আজ বৃহস্পতিবার (২আগষ্ট) বেলা আড়াইটা থেকে কয়েকহাজার শিক্ষার্থী মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে চৌহাট্টা পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করছেন। বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এসময় তারা বিভিন্ন স্লোগানে প্রকম্পিত করে তুলেন গোটা সিলেট নগরী।
বেলা সোয়া ৩ টার দিকে বৃষ্টি আসলেও অবরোধ অব্যাহত আছে। এর আগে বেলা আড়াইটা থেকে অবরোধে নামেন শিক্ষার্থীরা।
অবরোধের কারণে জিন্দাবাজার, রিকাবিবাজার, আম্বরখানা, মিরবক্সটুলা, চৌহাট্টা রোডসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এসময় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আন্দোলনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড, পোস্টার প্রদর্শন করছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ’ ‘২০১৮ যুদ্ধ এখনও চলছে তবে ৭১ এর মত স্বাধীনতার জন্য নয় নিরাপত্তার জন্য’।