বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কাপ্তাই সড়কে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল
রাউজানে কাপ্তাই সড়কে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল
রাউজান প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫২মি.) রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।
অাজ ২ অাগস্ট বৃহস্পতিবার রাউজানে সকাল ১০ থেকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তারে দুই পাশে দাড়িয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন স্থানিয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।
জানাযায় এর মধ্য চুয়েট স্কুল এন্ড কলেজ, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, সেলিমা কাদের ডিগ্রী কলেজ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ, কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এবং চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) এর শিক্ষার্থীরা অান্দোলনে অসংখ্যা ছাত্র অংশগ্রহণ করেন।
দেখাযায়, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মিছিল সহকারে কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র ও রাঙ্গৃনিয়া জলেজের শিক্ষার্থী মানববন্ধন অংশগ্রহণ করতে চুয়েটে রাস্তার মোড়ে এসে মানববন্ধনে অংশগ্রহণ করেন এতে নেতিত্রদেন অাকাশ।
অন্যদিকে চুয়েট স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী ওয়াহিদ অাকাশ বলেন, আমাদের এ আন্দোল শুধু মাত্র একটাই উদ্দেশ্য অামরা নিরাপদ সড়ক চাই। শিক্ষা-প্রতিষ্ঠান যদি জ্ঞানার্জন করতে এসে অামাদের লাশ হয়ে বাড়ি যেতে হয় তাহলে সে শিক্ষা অর্জন করে কি হবে। অামাদের সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি অামরা নিরাপদ সড়ক ব্যবস্থা চাই।
এর ফলে কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে অবস্থান রত শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে দেখাযায়। এতে কোনো গাড়ি ভাংচুর হয়নি, শুধু মাত্র লাইসেন্স চেক করতে শিক্ষার্থীদের দেখাযায়। ব্যানার ফেস্টুন হাতে থাকা শিক্ষার্থীদের শ্লোগানে মুখর হয়ে উঠেছে কাপ্তাই সড়ক এসময় তারা বঙ্গবন্ধুর বাংলায়, নিরাপদ সড়ক চাই, আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
দুপুর ১টার দিকে লাইসেন্স ও ফিটনেস চেক করার সময় আন্দোলনকারী এক শিক্ষার্থী শুরুত্ব অাহত হন সে চুয়েট স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র মো. মেহসাব উদ্দিন ও বিকাল ৪ টার সময় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্ররা একটি সিএনজি গাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র রাস্তার সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা
বাঙচুর করেন কি কারণে গাড়টি বাঙা হয়েছিল তা বিস্তারিত কারণ জানাযায়নি।
সরেজমিন দেখা গেছে, তাপবিদ্যুৎ গেইট থেকে পাহাড়তলী বাজার পর্যন্ত সড়ক আটকে রেখে স্কুল-কলেজে ও চুয়েট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ করে। ফলে সড়কে তেমন যানবাহন চলাচল করেনি। এতে বেশির ভাগ রাঙ্গুনিয়া, বান্দরবানও রাউজানের মানুষ চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। হেঁটে গন্তব্যে পৌঁছায় নারী-শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ।
চুয়েটে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, দাবি আদায় না হলে শনিবার থেকে অামাদের অান্দোলন চলবে এবং সব ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেয় তারা।
এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা যাতে কোন রকম নাশকতামূলক ঘটনা করতে না পারে তার জন্য সর্বোচ্চ সতর্কতাও শক্ত অবস্থান ছিল রাউজান থানার পুলিশ।
চুয়েট গেটে অবস্থান নেয়া রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বাবে তারা তাদের বিক্ষোভ মিছিল এ অান্দোলন করেছেন। এতে কোন রকম অপ্রতিকর ঘটনা ছাড়াই তাদের অান্দোলন শান্তিপূর্ণ বাবা শেষ হয়। শুধু মাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে গাড়ির লাইসেন্স ও ফিটনেস চেক করে। এসময় তারা বেশ কিছু লাইসেন্সবিহীন সিএনজি আটক করে পলিশের হাতে দেন।