শুক্রবার ● ৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বিএনপির প্রতিবাদ সমাবেশ
গাইবান্ধায় বিএনপির প্রতিবাদ সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২৩মি.) সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও প্রশাসনের ভোট ডাকাতির বিরূদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন থানা থেকে আগত নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হয়। ফলে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, এ্যাড, মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, কৃষক দলের জেলা সভাপতি ইলিয়াস হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, জেলা মহিলা দলেল সাধারণ সম্পাদিকা ঝর্না মান্নান, জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, ছাত্রদল জেলা সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদ হাবীব সোহেল, এসএম হুনান হক্কানী, মাহামুদুন্নবী রিটু ও এ্যাড.. হানিফ বেলাল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরূল হাসান সেলিম, সদর থানা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ মান্নান সরকার, গোবিন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারূক কবীর আহমেদ, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ, সাঘাটা থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাদুল্যাপুর থানা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামছুল হাসান সামছুল, সাধারন সম্পাদক আঃ সালাম মিয়া, পলাশবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, আঃ সামাদ মন্ডল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী।
বক্তারা প্রত্যেকেই ৩ সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও প্রশাসন কর্তৃক ভোট ডাকাতির তীব্র প্রতিবাদ জানান।