শুক্রবার ● ৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউাখালীতে ৭ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার
কাউাখালীতে ৭ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার
কাউখালী প্রতিনিধি ::(১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) রাঙামাটি জেলার কাউখালী সদর উপজেলায় কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর উপজাতীয় এক ছাত্রী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্ব-গোত্রীয় এক উপজাতীয় যুবক দ্বারা ধর্ষনের শিকার হওয়ার খবর পাওয়া যায়।
জানা যায়, কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ি এলাকার বাসিন্দা সবি চন্দ্র চাকমা প্রকাশ সপি চাকমার মেয়ে সুজান্তা চাকমা (১৫) কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে পড়েন। ২ আগষ্ট গতকাল সন্ধার একটু আগে নিজ বাড়ি হতে পানের সুপারী নিয়ে পাহাড়ী নির্জন পথ দিয়ে তার মামার বাড়িতে যাওয়ার সময় পুর্বে থেকে ওৎ পেতে থাকা একই এলাকার সবিক্যা চাকমার যুবক ছেলে রিপন চাকমা (২৫) তাকে মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করেন। কিছুক্ষন পরে মেয়েটির পিতা গরু নিয়ে সে এলাকা দিয়ে আসতে দেখে ধর্ষক রিপন চাকমা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। মেয়েটি ঘটনাটি তার পিতাকে জানায়। রাত ৯টার সময় মেয়েটিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার পিতা-মাতা। চিকিৎসক মো. এমরান হোসেন মেয়েটির কাছ থেকে সব শুনে তাকে দ্রুত রাঙামাটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন বলে জানান।
পরদিন সরেজমিনে স্থানীয় সংবাদ কর্মীরা বেতছড়ি গ্রামে ছাত্রীটির বাড়িতে গিয়ে কথা হয় ছাত্রীর পিতা সবি চন্দ্র চাকমা প্রকাশ সপি চাকমার সাথে, তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা গরীব মানুষ সমাজের (উপজাতীয়) নেতারা বলেছেন বিষয়টি তারা সামাজিকভাবে বসে সমাধান করে দিবেন। সামাজিকভাবে সমাধান না হলে আইনের কাছে যাবো। এর আগেও এই এলাকায় অর্থ্যাৎ আমাদের এই পাড়াতে আরো এ রকম ৬/৭টি ঘটনা ঘটেছে। সে গুলিও এভাবে সামাজিকভাবে সমাধান করা হয়েছে। কথা হয় প্রতিবেশি পুনম চাকমা ও সুজালা চাকমা’র সাথে তারা বলেন আমরা ঘটনাটি শুনেছি ঘটনাটি সত্য বলে তারা দাবি করেন।
এবিষয়ে স্থানীয় কার্বারী জয়ধন চাকমার ভাতিজা প্রীতিময় চাকমার সাথে ঘটনা ঘটেছে সত্য আমরা শুনেছি কিন্তু বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হবে। কিন্তু বিষয়টি নিয়ে প্রীতিময় চাকমাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আইনগত ভাবে গেলে সেটি তাদের বিষয়। আমরা চেষ্টা করবো সামাজিকভাবে সমাধান করার জন্য।
৭ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি বিষয়টি শুনেছি কিন্তু কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ নিয়ে থানায় আসলে বিষয়টি তদন্ত করে আইনগতভাবে ব্যাবস্থা গ্রহন করা হবে। কাউাখালীতে ৭ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের স্বীকার বিষয়ে কাউাখালী উপজেলা নির্বাহী অফিসার এ,এম,জহিরুল হায়াত সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন এধরনের ঘটনা তো ন্যক্কারজনক । ভিকটিমের পরিবার যদি আইনের কাছে আসে তা হলে তাদের আইনগত ভাবে পুর্ন সহায়তা করা হবে।
বিষয়টি নিয়ে এলাকায় জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত কেন ধর্ষনের স্বীকার ছাত্রীকে থানায় নেওয়া হচ্ছেনা ! কেন তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না ?
সচেতন মহলের ধারনা অবশেষে কি সুষ্ঠ বিচার পাবে এই পাহাড়ী পল্লীর অজ পাড়াগায়ের ধর্ষণের স্বীকার সুজান্তা চাকমারা ? নাকি এভাবেই সমাজ পতিদের লাল চোখের ধমকেই তারা থমকে যাবে ?এমনটাই প্রশ্ন স্থানীয় জনমনে।