শুক্রবার ● ৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু
ময়মনসিংহ অফিস ::(১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) ময়মনসিংহে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র সরকার (৮০) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত বিমল চন্দ্র সরকার জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং নগরীর মিলনবাগ এলাকার বাসিন্দা। তিনি কানে কম শুনতেন বলে স্থানীয়রা জানান।
শুক্রবার (৩ আগস্ট) দুপুরে রেলওয়ে থানা পুলিশ নিহত স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করে। তার আগে শুক্রবার সকালে নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ফরাজী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, শুক্রবার সকালে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন ওই শিক্ষক। এ সময় জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন। শুক্রবার দুপুরে রেলওয়ে থানা পুলিশ নিহত স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।