শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » সার্ক বিশ্ববিদ্যালয়ে নিরাপদ সড়ক অান্দোলনের সমর্থনে বাংলাদেশী শিক্ষার্থীদের মানববন্ধন
সার্ক বিশ্ববিদ্যালয়ে নিরাপদ সড়ক অান্দোলনের সমর্থনে বাংলাদেশী শিক্ষার্থীদের মানববন্ধন
রিয়াজ উদ্দিন, নয়াদিল্লি :: (২০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৯মি.) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি (সার্ক বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাসে বাংলাদেশে চলমান স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের অান্দোলনের ৯ দফার সাথে একাত্মততা পোষণ করে বাংলাদেশী শিক্ষার্থীরা মাননববন্ধন করেছে। এতে তাঁরা বাংলা ও ইংরেজিতে লেখা বিভিন্ন ধরনের ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে থেকে বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের মনযোগ অাকর্ষণ করার চেষ্টা করে।
মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে ঐক্যমত পোষণ করে বক্তব্য রাখেন সাউথ এশিয়ান ইউনিভার্সিটির বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. অানন্দ মোস্তাফিজ।
এছাড়া মানবন্ধনে মাস্টার্স দ্বিতীয় বর্ষ ও পিএচডিতে অধ্যয়নরত সিনিয়র শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা সরকারের প্রতি স্কুল-কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করেন। এতে নবাগত প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন তাসনুভা, অান্নি, সাবেরা, জীবন, রায়হান, মোস্তাফিজ, ইসমাইল ও রিয়াজ প্রমুখ।