শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিশ্বনাথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিশ্বনাথ প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২০ মি.) বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু পর নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে চলমান বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে। আজ শনিবার সিলেটের বিশ্বনাথের কলেজের শিক্ষার্থীরা প্লেকার্ড নিয়ে রাস্তায় নেমে এসে মিছিল-মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবি তুলে ধরে সেগুলো বাস্তবায়নের দাবি জানান তারা।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্বনাথ ডিগ্রি কলেজ গেইটের সামন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে স্থানীয় বাসিয়া সেতুর ওপর মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। প্রায় ঘন্টাখানিক তারা রাস্তা অবস্থান নিয়ে ফের কলেজ ক্যাম্পাসে চলে যায়।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা নিরাপদে চলাচল করতে চাই। আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের দাবি মানতেই হবে।