মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » ভোগান্তির নাম সাদুল্ল্যাপুর-নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়ক
ভোগান্তির নাম সাদুল্ল্যাপুর-নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়ক
গাইবান্ধা প্রতিনিধি:: (২৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৫মি.)সাদুল্ল্যাপুর-নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কের বেহাল দশার কারণে প্রতিদিন লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে যাতায়াতে সময় ও ভাড়া দুটোই বেশি লাগছে। এ ছাড়া এই সড়কে চলাচলের কারণে প্রায়ই যানবাহন নষ্ট হচ্ছে। যানবাহন মেরামত করতে ধরে সেদিন অল্প সময় গাড়ী চালানোর কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন চালক ও যাত্রীসাধারণ। জনগুরুত্বপূর্ণ এই সড়কটির অসংখ্যস্থানের কার্পেটিং (পিচ) উঠে গেছে দীর্ঘদিন আগেই। অনেকস্থানেই ইটের খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্তের। ফলে সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে জমে থাকছে পানি।
প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বর্তমানে ১২ ফুট প্রশস্ত আছে। প্রায়ত সাংসদ শহিদ মন্জরুল ইসলাম লিটন সড়কটি অবকাঠামো মেরামত/সংস্কার প্রকল্পের আওতায় দুইপাশে আরও ৩ ফুট করে মোট ৬ ফুট প্রশস্তকরণের প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেছিলেন। কিন্তু তাঁর অকাল মৃত্যুর পর প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি।