মঙ্গলবার ● ৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গফরগাঁওয়ে শিক্ষার্থীদের আনন্দ মিছিল
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গফরগাঁওয়ে শিক্ষার্থীদের আনন্দ মিছিল
ময়মনসিংহ অফিস :: (২৩ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫০মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কয়েক হাজার শিক্ষার্থী মিলিত হয়ে বিশাল আনন্দ মিছিল করেছে। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ও সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এ আনন্দ মিছিল করে।
আজ মঙ্গলবার (৭ আগষ্ট)দুপুরে গফরগাঁওয়ের বেশ ক’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলিত হয়ে এ বিশাল আনন্দ মিছিলে অংশগ্রহন করেছে। কয়েক হাজার ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
এ আনন্দ মিছিলে গফরগাঁও সরকারি কলেজ, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ, গফরগাঁও মহিলা কলেজ, ইসলামিয়া সরকারি হাই স্কুল, খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়, জেএম সিনিয়র ফাজিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্র-ছাত্রী অংশ নেয়।
এর আগে এক সমাবেশে বক্তব্য রাখেন, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মফিজুল হক, রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন সোহেল প্রমুখ।