বুধবার ● ৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বরকলে ভিসিএফ কমুনিটিজ সুফলভোগীদের মাঝে অর্থ প্রদান
বরকলে ভিসিএফ কমুনিটিজ সুফলভোগীদের মাঝে অর্থ প্রদান
ষ্টাফ রিপোর্টার :: (২৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০ মি.) প্রাকৃতিক বন রক্ষাকারীদের শুধু বন রক্ষা করলে চলবে না, বন্য প্রাণীদের রক্ষা করে আমাদের জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখতে মৌজা বন এলাকার মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, প্রাকৃতিক মৌজা বন রক্ষা করে এলাকার মানুষ শুধু নিজেরাই উপকৃত হচ্ছে না, আমাদের সকলকে রক্ষা করছে। এলাকার মানুষ বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টি করে এই মৌজা বনের পাশাপাশি নতুন নতুন বন সৃষ্টি করতে পারলেই আগামীতে সরকারের আরো সুযোগ সুবিধা তারা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার ৮আগষ্ট সকালে রাঙামাটির বরকল উপজেলায় পাহাড়ের পশ্চাদপদ এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ সাধারণ বন রক্ষার্থে এসআইডি-সিএইচটি-ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রকল্পের আওতায় ভিলেজ কমন ফরেস্ট (ভিসিএফ) কমুনিটিজ এর সুফলভোগীদের মাঝে নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে বরকল উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বরকল থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মেদ খান, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা এবং ইউএনডিপি’র কর্মকর্তা ঝুমা দেওয়ানসহ অন্যান্য কর্মকর্তারা ।
অনুষ্ঠানে বরকল উপজেলার বিভিন্ন মৌজা বন এলাকার ৩১৮টি পরিবারকে পরিবার মাথা পিছু নগদ ৭হাজার টাকা করে প্রদান করা হয়।