সোমবার ● ২১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কেন একজন মুক্তিযোদ্ধা ৪৪ বছর ধরে গৃহহীন অবস্থায় থাকবেন ?
কেন একজন মুক্তিযোদ্ধা ৪৪ বছর ধরে গৃহহীন অবস্থায় থাকবেন ?
আমাদের সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি উত্তম কুমার পাল তার সংবাদ প্রতিবেদনে জানিয়েছেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে গৃহহীন অবস্থায় একজন বীর মুক্তিযোদ্ধা দীনেশ দাশ পরলোক গমন করেছেন ৷ মহান বিজয় দিবসের ৪৫ তম দিবসের আগের দিন গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় বার্ধক্য জনিত কারনে অন্যের বাড়ীতে উপজেলার বড়ভাকৈর ইউনিয়নের চৌকিবাউসী গ্রামে সে হতভাগ্য মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর ৷ দীনেশ দাশ নিঃসন্তান অবস্থায় মৃত্যু বরণ করেন। সরকারের গৃহিত শত কোটি টাকার প্রকল্পে নির্মিত হয়েছে অনেক নামি দামি মানুষের বাসগৃহ কিন্তু অর্থের অভাবে না কি নির্মান করা হয়নি নিঃসন্তান একজন বীর মুক্তিযোদ্ধার বাসগৃহ ৷ দেশ স্বাধীন হয়েছে ৪৪ বছর অতিবাহিত হয়েছে আজও আমরা পরাধীন, যে রাষ্ট্র বা অমলাতান্ত্রিক জটিলতার কারণে কেন “গৃহহীন” অবস্থায় হতভাগ্য মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন তার জবাব কে দিবেন ? ১৬ই ডিসেম্বর বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়েছে ৷ এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। কেন একজন মুক্তিযোদ্ধা ৪৪ বছর ধরে গৃহহীন অবস্থায় থাকবেন ? যেখানে কেবল মাত্র মুক্তিযুদ্ধার তালিকায় নাম থাকার কারণে একই পরিবারের চারজন সরকারী চাকুরীর কোটা পায় অথচ কেবল মাত্র সংখ্যালঘু হওয়ার কারণে একজন মুক্তিযোদ্ধা ৪৪ বছর ধরে গৃহহীন অবস্থায় থাকার পরও একজন মুক্তিযোদ্ধা তার পরিবার নিয়ে বসবাস করার মত গৃহ পর্যন্ত পায়নি ।স্থানীয় জেলা প্রশাসন ,উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এর দায়ভার এড়াতে পারেন না ।
স্বাধীন দেশে বৈষম্যের শিকার একজন মুক্তিযোদ্ধা দীনেশ দাশ।
আমরা মুক্তিযোদ্ধা দীনেশ দাশের প্রতি বৈষম্যে কারণে নিন্দা জানাই এবং সে সাথে দায়িত্ব অবহেলার কারণে হবিগঞ্জ জেলা প্রশাসন ,নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে রাষ্ট্র ও দেশের বীর মুক্তিযোদ্ধাকে অবমূল্যায়ন করার দায়ে দৃষ্টিান্তমুলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ।
সবার আগে আইনকে শাসন করা অতিব জরুরী ।