বৃহস্পতিবার ● ৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি শীর্ষক কর্মশালা ১১ আগস্ট
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি শীর্ষক কর্মশালা ১১ আগস্ট
প্রেস বিজ্ঞপ্তি :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগামী ১১ আগস্ট শনিবার সকাল ৯ ঘটিকায় ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’ (APA- Annual Performance Agreement) সংক্রান্ত Annual Performance Management: Bangladesh Perspectiveশীর্ষক এক কর্মশালার আয়োজন করবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ।
সভাপতিত্ব করবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এর রেজিষ্ট্রার অঞ্জন কুমার চাকমা ।
কর্মশালায়সরকারি কর্ম সম্পাদনব্যবস্থাপনা পদ্ধতি, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্পাদিত ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’এবং সুশাসন নিশ্চিত করার জন্য আবশ্যকীয় কৌশলসমূহ ও অন্যান্য কর্মপন্থার পাশাপাশি ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি’ সম্পর্কে আলোকপাত করা হবে।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ও কর্মকর্তাগণ। কর্মশালাটি রাঙামাটি শহরের পর্যটন হলিডে কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।