শুক্রবার ● ১০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নিরাপদ সড়কের জন্য কাজ করছেন আলীকদম থানার ওসি
নিরাপদ সড়কের জন্য কাজ করছেন আলীকদম থানার ওসি
আলীকদম (বান্দরবান) প্রাতিনিধি :: (২৬ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৭মি.) একজন লেখক, একজন গবেশক, একজন শিক্ষানুরাগী একটি মানুষ। নাম রফিক উল্লাহ আলীকদম থানার ওসি। ২০১৭ সালে নভেম্বরের ১৬ তারিখ আলীকদম থানার অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদান করেন পুলিশের এই কর্মকর্তা। এর পর থেকেই সমাজের বিভিন্ন অসংহতি নিয়ে কাজ করছেন তিনি। মাদক নির্মূল, সন্ত্রাস দমন, বাল্য বিবাহ রোধ, কর্মমূখী শিক্ষা ইত্যাদি বিষয়ে তিনি জনসাধারণকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন। সম্প্রতি “নিরাপদ সড়ক চাই” এই আন্দোলনে দেশ যখন উত্তাল তখনই তিনি উদ্দ্যো নিলেন মটরযান চালকদের প্রশিক্ষন প্রদানের। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার কর্মমূখী শিক্ষা কার্যক্রম ও মটরযান চালকদের প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন। আলীকদম থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুবুর রহমান, পিএসসি।
উপ পরিদর্শক (এসআই) মো. আজমগীরের সঞ্চালনায় ও আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং কুরুক পাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধুংড়ি মারমা, সাংবাদিক হাসান মাহমুদ ও আলীকদম উপজেলায় কর্মরত প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেণীর যান চালক।
অনুষ্ঠানে বক্তারা চালক ও যাত্রী উভয়ের অধিকার রক্ষা করে মটরযান চালানো, লাইসেন্স সংগ্রহ ও দ্রুত গাড়ি না চালানো বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন এবং আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ ব্যক্তিগত উদ্যোগে তিন মাস ব্যপী মটরযান চালানোর উপর প্রশিক্ষন প্রদানের জন্য চালকদের তালিকা প্রনয়ন করেন।