শুক্রবার ● ১০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » জনদুর্ভোগ » নোয়াদ্দা ব্রীজটি এখন যেন মরন ফাঁদ
নোয়াদ্দা ব্রীজটি এখন যেন মরন ফাঁদ
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: (২৬ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৯মি.) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ নোয়াদ্দা খনকার (খন্দকার) বাড়ির ব্রীজটি দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দৃষ্টিহীণতার কারণে কেবল অস্তিত্ব নিয়েই ঠায় দাড়িয়ে আছে ব্রীজটি। প্রায় সহ্রাধিক পরিবারের চলাচলের একমাত্র সংযোগ মাধ্যম হওয়ায় প্রতিদিন হাজার হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়েই এই ব্রীজ দিয়ে যাতায়াত করে আসছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার জনৈক বাসিন্দা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ব্রীজটি অনেক দিন ধরেই অরক্ষিত হয়ে আছে। প্রতিদিন শত শত পথচারী এবং স্কুল-কলেজের ছেলে-মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রীজটি হয়ে যাতায়াত করছে। যে কোন মুহুর্তে এটি ধ্বসে জান-মালের অপূরণীয় ক্ষতির আশংকা করা হচ্ছে। ব্রীজটি পূণঃনির্মাণ অতীব জরুরী। ব্রীজটি দ্রুত পূণঃনির্মাণ না করা হলে এলাকাবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচী পালণ করবে।