শিরোনাম:
●   আত্রাইয়ে হাতুরিতে আহত কৃষি শ্রমীকের মৃত্যু ●   সিলেটে বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী পালন ●   রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে নির্বাচনী তফসীল ঘোষণা ●   রাঙামাটি জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম ভুট্টোর দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার ●   কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ●   কাউখালীতে আজিমুশশান সুন্নী সম্মেলন ●   রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে ●   ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   শিক্ষকদের গবেষণা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে : চুয়েট ভিসি ●   রামগড়ে আড়াই লাখ টাকা জরিমানা : ৫টি ইটভাটা বন্ধ ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ ●   রাবিপ্রবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা ●   রংধনু ক্লাবের সম্মাননা পেলো সংবাদ কর্মী আকতার হোসেন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ●   গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ●   পার্বতীপুর জামায়াতের মোটরসাইকেল শোডাউন ●   মিরসরাইয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতা খুন : স্থানীয় নেতাকর্মীদের স্বাক্ষ্য গ্রহণ করলো তদন্ত কমিটি ●   অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত ●   চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ●   কাশখালী রশিদিয়া তা’লীমুল কুরআন একাডেমীতে বার্ষিক মাহফিল সম্পন্ন ●   পানছড়িতে সন্ত্রাসীদের দ্বারা ৩জন হামলার শিকার ●   আলীকদমে সড়কে ঝরলো ৩ প্রাণ ●   ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ ●   দুবাইয়ে সংবর্ধিত হলেন জিয়া উদ্দিন ●   বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেখা যাচ্ছেনা : সাইফুল হক ●   মিরসরাইয়ে ১৯ তম বিজ্লী গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি শহরের জনদুর্ভোগ দেখার দায়িত্ব কার ?
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি শহরের জনদুর্ভোগ দেখার দায়িত্ব কার ?
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি শহরের জনদুর্ভোগ দেখার দায়িত্ব কার ?

---
ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত পার্বত্য জেলা রাঙামাটি৷ রাঙামাটি পার্বত্য জেলাটি পাহাড়, দক্ষিণ এশিয়ার কর্ণফুলী কৃত্রিম লেক, ঝর্ণা ও বনভুমিতে পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দয্যে অপরুপ শোভামন্ডিত পর্যাটন নগরী৷
রাঙামাটি পার্বত্য জেলার সরকারী সকল ধরনের উন্নয়নমুখী কর্মকান্ড যেমন যাতায়াত, কৃষি, শিক্ষা, ভৌত অবকাঠামো নির্মান, সমাজকল্যাণ, ক্রীড়া ও সাংকৃতিক খাতসহ বিভিন্ন উন্নয়নমুলক উদ্যোগ গ্রহন করা ও বাস্তবায়ন করার জন্য রয়েছে ; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ ও রাঙামাটি পৌরসভা ইত্যাদি ৷

---
কিন্তু রাঙামাটি শহর এলাকা ঘুরে দেখা গেছে জনদুর্ভোগ ও পৌর এলাকার বেহাল চিত্র ৷
বিগত তিন মাস যাবত্‍ শহরের কলেজ গেইট এলাকায় রাঙামাটি - চট্টগ্রাম মূল সড়কের ওপর বিটিসিএল এর অপটিক্যাল ফাইভার লাইনের ম্যানহোল এর ডাকনার উপরের অংশ ভাঙ্গা অবস্থায় পড়ে আছে ৷ যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা ৷ পাশ্বে মাছ ও সবজি বাজারের সমস্ত ময়লা পানি বিটিসিএল এর ম্যানহোল পড়ে এলাকার পরিবেশ দুষিত হচ্ছে ৷ এলাকার জনসাধারন জননিরাপত্তার জন্য পুরাতন টায়ার, বাঁশ ও লাল কাপড় দিয়ে স্থানটি চিহ্নিত করে দিয়েছেন৷ যেন বিষয়টি দেখার কেউ নাই ৷ যিনি রাঙামাটি বিটিসিএল এর বিভাগীয় প্রকৌশলী অহিদুল ইসলাম এসব দেখার দায়িত্বে আছেন তিনি প্রতি দিন তার অফিসে আসা যাওয়া করেন সেই কলেজ গেইটের ওপর দিয়ে, তিনি এবিষয়ে কোন কথা বলতে রাজি নয়৷ জনদুর্ভোগ নিয়ে এবং রাষ্ট্রিয় সম্পদ অপটিক্যাল ফাইভার নষ্ট হচ্ছে বিধায় মুঠোফোনে যোগযোগ করে কথা হয়, চট্টগ্রাম - রাঙামাটি অপটিক্যাল ফাইভার লাইন দেখভাল করার দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী হাফিজুর রহমানের সাথে ৷ তিনি বলেন, রাঙামাটি বিভাগীয় প্রকৌশলী কোন দায়িত্ব পালন করছেন না, অপটিক্যাল ফাইভার বিষয়ে যে কোন কিছু সমস্যা হলে রাঙামাটি’র বিভাগীয় প্রকৌশলী বার বার চট্টগ্রাম অফিসে যোগাযোগ করতে বলেন, তাহলে তিনি রাঙামাটিতে কি গ্রাহক সেবা দিচ্ছেন ! এক পর্যায়ে হাফিজুর রহমান বলেন, ঢাকনা তৈরী করা নাই, লোহার তৈরী ম্যানহোলের ঢাকনা পরিমাপ করে তৈরীর জন্য পাঠানো হয়েছে ৷
ভেদ ভেদী বাজার এলাকায় দেখা যায় তবলছড়ি - ভেদ ভেদী সড়কের দু’পাশে মুরগি,মাছ ও সবজির দোকান খুলে বসে আছেন ব্যবসায়ীরা, ঐ রাস্তা দিয়ে নোংরা ও দুর্গন্ধে চলাচল করা অসহনীয় ৷
এছাড়া রাঙামাটি - চট্টগ্রাম সড়কের দু’পাশে ভেদ ভেদী বাজার, ভেদ ভেদী সড়ক ও জনপথ বিভাগের আবাসিক এলাকা ও কলেজ গেইট সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের জায়গাসহ ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপি’র ক্ষমতাধর নেতারা অবৈধভাবে ভাগবাটোয়ারা করে সরকারী ভুমি বেদখল করে দোকানপাট ও ঘর বাড়ি নির্মান করেছেন বলে সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় তত্বাবধায়ক এর অভিযোগ। কলেজ গেইট টিটিসি রাস্তার মুখে দীর্ঘ দিন যাবত্‍ জনসাধারনের চলাচলের বিঘ্ন সৃষ্টি করে মুল সড়কের ওপর বড় বাঁশ ও গাছের খুটি মজুদ করে অবৈধ ভাবে ব্যবসা করছে একটি চক্র ৷
রানী দয়াময়ী উচ্চ বিদ্যায়লের পূর্বপাশে জনসাধারনের চলাচলের জন্য নির্মীত ফুটপাত দখল করে বড় বাঁশ এর ব্যবসা করেছে আরেকটি মহল ৷
রাজবাড়ী এলাকায় ব্যারিষ্টার দেবাশীষ রায়ের মালিকাধীন গাছের স মিল এ প্রবেশ পথে জনসাধারনের চলাচলের জন্য নির্মীত ফুটপাত ভেঙ্গে কাঠ বোঝাই ট্রাক স মিলে যাতায়াতের জন্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাস্তা তৈরী করা হয়েছে ৷ কাঠ বোঝাই ট্রাক গুলির অতিরিক্ত চাপের কারনে রাঙমাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি লাইন গুলি ক্ষতিগ্রস্থ হচ্ছে, এতে প্রায় প্রতিদিন পানির পাইপ গুলি মেরামত করতে হয় বলে রাঙমাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জানান৷ তিনি বলেন ব্যারিষ্টার দেবাশীষ রায় কাঠ ব্যবসা করছেন কিন্তু ক্ষতিগ্রস্থ পানির লাইন মেরামত করতে হচ্ছে সরকারী টাকায়, ক্ষতিগ্রস্থ পানির লাইন মেরামত করতে সরকার বা জেলা পরিষদ হতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে যেই টাকা বরাদ্ধ দেয়া হয় তা সীমিত ৷ রাজবাড়ী এলাকায় ব্যারিষ্টার দেবাশীষ রায়ের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কারণে গ্রাহকরা ঠিকমত পানি সরবরাহ পান না, পানি লাইনের পাইপ গুলি ক্ষতিগ্রস্থ হয়ে হাজার হাজার লিটার পানি নষ্ট হচ্ছে ৷ শহরের মুল রাস্তায় পানি পড়ে রাস্তা বা রাঙামাটি - চট্টগ্রাম যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ছাড়াও পৌর এলাকায় পায়ে হাটা জনসাধারনের চলাচলে সমস্যার কারন হয়ে দাড়িয়েছে ৷ পর্যটন শহরের সৌন্দয্য নষ্ট হচ্ছে এবং সড়কটি মেরামতের অযোগ্য হয়ে পড়েছে ৷ এখানেও স্থানীয় প্রশাসন নীরব ৷
বনরুপা বাজারের প্রবেশ পথে বনবিভাগের রেষ্ট হাউজের সামনে যত্রতত্র আবর্জনা ও মলমূত্র ত্যাগ করে পর্যটন নগরী রাঙামাটি শহরের প্রাণ কেন্দ্র বলে খ্যাত বনরুপা এলাকার পরিবেশ দুর্গন্ধে ভারী হয়ে পড়েছে ৷ কিন্তু প্রশাসনের কর্তা ব্যাক্তিদের নাকে সে দুর্গন্ধ লাগার কথা নয় কারণ তারা তো এসি গাড়িতে জানালা বন্ধ করে সে পথে যাতায়াত করেন ৷

---

কাঠাঁলতলী এলাকায় রাঙমাটি চারুকলা একাডেমীর বিপরীতে মেসার্স হাকিম এন্ড সন্স নামের হার্ডওয়্যার দোকান চলছে জনসাধারণের চলাচলের ফুটপাতের ওপর ৷ পৌরসভা কর্তৃপক্ষ, আইন শৃখলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জেলা প্রশাসন নির্বিকার৷
রাঙামাটি সমবায় সমিতি অফিসের বিপরীতে প্রায় প্রতিদিন এসএ পরিবহনের কার্গো ভ্যান গুলি আসবাবপত্র উঠানোর জন্য রাস্তার পাশে গাড়ি পার্কিং করে অহেতুক যানজট সৃষ্টি করছে ৷
রিজার্ভবাজার, তবলছড়ি ও রাঙামাটি শহরের রাসত্মার দু’পাশে পায়ে হাটার রাস্তা গুলি দখল করে আছে ইটের স্তুপ, বালির স্তুপ, বাঁশ,গাছ ও ফার্নিচার ব্যবসায়ীদের তৈরীকৃত আসবাবপত্র ইত্যাদি ৷
রাঙামাটি পৌরসভার নির্বাচিত ২য় চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম জানান তত্‍কালিন সরকার প্রধান রাঙামাটি পরিদর্শন কালিন অনগ্রসর এলাকা হিসাবে প্রধান্য দিয়ে ১৯৭৭ - ১৯৮৩ সালের ভিতর ২৯ - ৩২ লক্ষ টাকায় তত্‍কালিন সড়ক ও জনপথ বিভাগের সহকারী বিভাগীয় প্রকৌশলী মোক্তাদের বেলাল রাঙামাটি শহরের ফুটপাতটি জনসাধারনের চলাচলের জন্য তৈরী করেন ৷
ফুটপাত গুলি তৈরীর পর ৩২ বছর যাবত্‍ কোন সংস্থা বা প্রশাসন এই ফুটপাত গুলি সম্প্রসারণ বা সংস্কার করে নাই ৷ এখন শহরের ভিতর চলাচলের ফুটপাত গুলি বেদখল হয়ে গেছে ৷
একদিকে স্থানীয় প্রশাসন ঢাকঢোল পিটিয়ে রাঙামাটি জেলাকে পর্যটন নগরী ঘোষণা করেছে অথচ শহরের রাস্তাঘাট গুলি চলাচলের অযোগ্য ৷
দেশী ও বিদেশী পর্যটকরা হাজার হাজার টাকা খরচ করে অনেক আশা নিয়ে রাঙামাটি জেলার দর্শনীয় স্থান গুলি দেখতে আসেন পাহাড়, লেক, ঝর্ণা ও বনভুমির প্রাকৃতিক সৌন্দয্যে৷ কিন্তু জেলা শহরের বর্তমান যে দন্যদশা ! লেকের পাড় গুলি অবৈধ স্থাপনায় এবং ময়লা আবর্জনায় ভর্তি ৷
সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা মাসিক সভায় বলেছেন, জেলার সামগ্রীক উন্নয়নের পাশাপাশি এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদটি রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য৷ এটি আমাদের জন্য একটি বড় সম্পদ ৷ তাই হ্রদটিকে দূষণের হাত থেকে রক্ষায় সকলকে সচেতন হতে হবে৷ তিনি জনসাধারণ এবং বিভিন্ন মৌসুমে বেড়াতে আসা পর্যটকদেরকে হ্রদ দূষণ থেকে বিরত থাকারও আহ্বান জানান ৷
কিন্তু রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এই পর্যন্ত শহরের সৌন্দয্যবৃদ্ধি ও পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধিকরণে ভুমিকা উল্লেখযোগ্য নয় ৷
রাঙামাটি জেলার অভিজ্ঞ মহলের প্রশ্ন জেলার মুল প্রশাসন কারা ? রাঙামাটি শহরের জনদুর্ভোগ দেখার দায়িত্ব কার ?

আপলোড : ২১ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২০ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)