![রাঙামাটিতে শহীদ কাশেমের গায়েবানা জানাজা](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/3309-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ১২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়া লোকালয়ে হনুমান
রাঙ্গুনিয়া লোকালয়ে হনুমান
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের মধ্য পারুয়া চৌধুরী পাড়ায় এক বছর পর আবার দেখা গেল হনুমান। হনুমানটিকে এক পলক দেখতে স্থানীয় জনতার প্রচন্ড উৎসুক লেগে যায়। তবে এই হনুমানকে দেখা যায় বনে কিংবা চিড়িয়াখানায় । হনুমান হলেন হিন্দু ধর্মের রামের একনিষ্ঠ ভক্ত। স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু পুরাণে হনুমানকে বিশেষ স্থান দেয়া হয়েছে। মঙ্গলবার ১০আগষ্ট এই হনুমানটিকে প্রথমে আসতে দেখেন ইমন দাশ,যীশু চৌধুরী,জয় দাশ,অলক দাশ।তারা হনুমানটিকে দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকেরা ঘর থেকে বেরিয়ে দেখে গাছে লাফালাফি করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে , হঠাৎ লোকজনের ভীড় দেখে হনুমানটি ভয় পেয়ে পালিয়ে একটি গাছে অবস্থান করেন ।
হিন্দু ধর্মের রামায়ণ বর্ণিত হনুমান পবননন্দন হিসেবে হিন্দুদের নিকট পূজনীয়। রামায়ণের মূল চরিত্র রাম, যাকে হিন্দুরা ভগবান বিষ্ণুর অবতার হিসেবে দাবি করে তার অনুগত চরিত্র হিসেবে পাওয়া যায় এই হনুমানকে। তিনি বায়ু দেবতার পুত্র। হিন্দুদের কাছে হনুমান রামভক্ত হিসেবে পরিচিত বলে জানান স্থানীয়রা।