সোমবার ● ১৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » পাবনা » পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে আইকে রোডে এলাকাবাসীর মানববন্ধন
পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে আইকে রোডে এলাকাবাসীর মানববন্ধন
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৬মি.)দু’টি অটোরাইচ মিলের কালো ছাই,ধোঁয়া,দুর্গন্ধযুক্ত পানিতে পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে আইকে রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট সকালে ইস্তা,ভেলুপাড়া ও বড়ইচারা এলাকাবাসী এসব কর্মসুচি পালন করে। ঘন্টাকাল ব্যাপি অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন,মুক্তিযোদ্ধা মজিবর রহমান,মুক্তিযোদ্ধা আনসারুল মাস্টার,পৌরকাউন্সিলর ইউসুব আলী প্রধান,মোয়াজ্জেম হোসেন ও শারমিন আক্তারসহ অন্যান্য অওয়ামীলীগ নেতৃবৃন্দ। বক্তারা মেসার্স রোহান ও বিশ্বাস অটোরাইচ মিল থেকে নির্গত কালো ধোঁয়া,ছাই ও দুর্গন্ধযুক্ত পানি বন্ধের দাবি এবং অত্র আবাসিক এলাকায় আর কোন নতুন অটোরাইচ মিল স্থাপনের অনুমোদন না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। মিল মালিক মধু বিশ্বাস বক্তাদের অভিযোগ সঠিক না বলে পাল্টা অভিযোগ করে বলেন, আয়োজকরা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এসব কর্মসুচি পালন করছেন। আমার মিলে সকল প্রকার নিয়ম মেনে চাউল উৎপাদন করা হচ্ছে। বিশ্বাস অটোরাইচ মিলের মালিক আলহাজ্ব শামসুল আলমও আয়োজকদের সকল প্রকার অভিযোগ সঠিক না বলে দাবি করেন।