মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » “সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক” পেলেন বেলাল ও কিসমত
“সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক” পেলেন বেলাল ও কিসমত
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি::কৃষি প্রযুক্তি ও মত্স্য খাতে অবদান রাখায় বেলাল আহমদ ইমরান ও বাগান বাড়ি নার্সারীতে অবদান রাখায় আকবর হোসেন কিসমত ২০১৪ “সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক” লাভ করলেন সিলেটের বিশ্বনাথের ওই দুই যুবক ৷ বেলাল আহমদ ইমরান উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামের মো. আপ্তাব আলীর ছেলে ও আকবর হোসেন কিসমত বিশ্বনাথ সদর ইউনিয়নের পূর্ব জানাইয়া (বাগান বাড়ি) গ্রামের মৃত: আব্দুল মোতালিবের কণিষ্ঠ ছেলে৷
২০১৪ “সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক” বিতরণ অনুষ্ঠান গত রবিবার রাজধানী ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনাগাঁও এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ ইন্টারন্যাশনাল বিজসেন ফোরান অফ বাংলাদেশ (আইবিএফবি) এর আয়োজনে ”সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক-২০১৪” অনুষ্ঠানের সভাপতিত্বে করেন ফোরামের প্রেসিডেন্ট হাফিজুর রহমান খান৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে.এম.হাবিব উল্লাহ, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ৷
অনুষ্ঠানে কৃষিপন্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি উপকরণ ও কৃষি প্রযুক্তি, হস্তশিল্প, মত্স্য ও প্রাণীসম্পদ, হালকা প্রকৌশল শিল্প ও নার্সারী উন্নয়নের বিশেষ অবদারাখায় সারা দেশ থেকে ১৪ জনকে এই সম্মাননা পদক প্রদান করা হয়৷ এর মধ্যে কৃষি প্রযুক্তি, মত্স্য ও প্রাণীসম্পদ এ বিশেষ অবদানের জন্য বিশ্বনাথের বেলাল আহমদ ইমরান এবং নার্সারী উন্নয়নের জন্য বিশ্বনাথের ব্যবসায়ী আকবর হোসেন কিসমতকে এই পদক প্রদান করা হয়৷
বেলাল আহমদ ইমরান বলেন, পদক পাওয়া পেছনে অবদান রয়েছে পরিবার ও বিশ্বনাথের সাবেক কৃষি অফিসার খায়রুল আমিন এর৷ তিনি বলেন, পদক পাওয়ায় খুশি৷ আগামীতে এধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন৷
এ ব্যাপারে আকবর হোসেন কিসমত বলেন, কাজের স্বীকৃতি পেলাম৷ পদক পাওয়ায় খুব ভাল লেগেছে৷ তিনি বলেন, ভবিষত্ত চলার ক্ষেত্রে পুরস্কারটি আরো এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছি ৷ পুরস্কারটি বিশ্বনাথবাসীকে উত্সর্গ করলাম৷
উপজেলা মত্স্য অফিসার (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক বলেন, বিশ্বনাথবাসীর জন্য খুশির খবর৷ যারা পুরস্কার পেয়েছেন তারা উদ্দ্যোমী যুবক৷ তারা পুরস্কার পাওয়ার যোগ্য৷