বুধবার ● ১৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্ত্রীর দায়ের করা মামলায় মেহেরপুরে সাজা প্রাপ্ত স্বামীর আত্ম সমার্পণ
স্ত্রীর দায়ের করা মামলায় মেহেরপুরে সাজা প্রাপ্ত স্বামীর আত্ম সমার্পণ
মেহেরপুর প্রতিনিধি :: (১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১১মি.) স্ত্রীর দায়ের করা মামলায় সাজা প্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন আদালতে আত্ম সমার্পন করেছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. শাহীন রেজা তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন। আসামী দেলোয়ার হোসেন জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের আলী হোসেনের ছেলে।
জানা যায়, ২০১৪ সালের ২৪ মাচ স্ত্রী নাজমিন নাহার বদি হয়ে স্বামী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করে। ওই মামলায় তৎকালীন মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল্লাহ আল মাসুদ ২০১৬ সালের ২৮ নভেম্বর আসামী দেলোয়ার হোসেনকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।
এ ঘটনার পর থেকে সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন পলাতক ছিল।