শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত-৭
খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত-৭
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ব্রাশফায়ারে সাত জন নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরো ৩ জন।
নিহতদের মধ্যে ৫ জন পার্বত্য চুক্তি বিরোধী ইউনাডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত বিকাশ গ্রুপ) কর্মী। অন্যজন পথচারী স্বাস্থ্য বিভাগের কর্মী এবং আরেকজন গ্রামবাসী।
আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৯টার মধ্যে উপজেলার স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন : ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা (২৩), সহ-সম্পাদক এলটন চাকমা (২৮), গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় নেতা পলাশ চাকমা (২৯), বরুন চাকমা (২৬), রুপন চাকমা (২৭), মহালছড়ি উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক জিতায়ন চাকমা (৫২) ও শন কুমার চাকমা(৭০)।
আহত সাতজনের মধ্যে সমর বিকাশ চাকমা (৪৮), সুকিরন চাকমা (৩৫) ও সোহেল চাকমার (২২) নাম জানা গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা ও জেলা সমন্বয়কারী মাইকেল চাকমা এ ঘটনায় সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (এমএন লারমা গ্রুপ) দায়ী করেছেন।
তবে জনসংহতি সমিতি এই অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনের নেতা সুধাংকর চাকমা দাবি করেন, ‘ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, গ্রামবাসীদের নিয়ে ইউপিডিএফ (প্রসিত বিকাশ গ্রুপ) সকালে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এজন্য সংগঠনের নেতাকর্মীরা আঞ্চলিক কার্যালয়ের পাশের রাস্তায় জড়ো হচ্ছিলেন। কর্মসূচি শুরুর আগেই দুর্বৃত্তরা এসে ব্রাশফায়ার করে।
এ সময় উভয়পক্ষের মধ্যে প্রচন্ড গুলিবিনিময় হয়। ভারী অস্ত্রের গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। আতংকে মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশগুলো উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে শহরের অদূরে স্বনির্ভর বাজার ও আশপাশ এলাকায় আকস্মিকভাবে দুর্বৃত্তরা ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই ৬জন নিহত ও আরো ৭জন আহত হয়। নিহতদের মধ্যে অধিকাংশই ইউপিডিএফ সমর্থক নেতা ও কর্মী বলে জানা গেছে।
ওসি জানান, পরে আহত শন কুমার চাকমা মারা যায়। সকলের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে এসেছে। এসময় স্বনির্ভর বাজারে অবস্থিত পুলিশ বক্সেও গুলি লাগে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকালে গুলিবিদ্ধ ৯জন কে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে ৬ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত ৩জনের অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধ ৩জনকে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।