শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » শেখ হাসিনা সরকারের যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা
শেখ হাসিনা সরকারের যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : কুজেন্দ্র লাল ত্রিপুরা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৫মি.) মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি শেখ হাসিনা সরকারের যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি,পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স-চেয়ারম্যান, (প্রতিমন্ত্রী মর্যাদা) ও খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি বলেন, এ দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ত্যাগ স্বীকার করেছেন জাতি তা চিরকাল মনে রাখবে। মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে হবে,তাই দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র নশ্বাৎ করে দিতে মুক্তিযোদ্ধাগন সহ উপস্থিত জনতাকে সজাগ থাকার আহবান জানান তিনি। এ সময় আমতলী ও বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের তার দপ্তরে বিদ্যুতের সেবা পাওয়ার জন্য আবেদনপত্র উপস্থাপনের পরামর্শ দিয়ে অচিরেই আমতলী ইউনিয়নকে বিদ্যুতের আওতায় আনার আশ্বাস প্রদান করেন।
গতকাল শুক্রবার বিকালে আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত বিশাল এক শোক সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. রইছ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ীমীলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলী আকবর চেয়ারম্যান,সাবেক জেলা আওয়ামীলীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন মোরশেদ খাঁন, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সাবেক মো. মনসুর আলী,সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন, উপজেলা যুবলীগের সদস্য মো. ইলিয়াছ ও আমতলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. নুরনবী ডালিম প্রমুখ।
এ ছাড়াও চট্টগ্রাম সাউদান ইউনিভার্সিটির ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সহ প্রায় অর্ধশত বিএনপি সমর্থিত নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেন। এর আগে আমতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথিকে একটি মানপত্র প্রদান করেন।