শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় জমে উঠেছে কোরবানির হাট
গাইবান্ধায় জমে উঠেছে কোরবানির হাট
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫২মি.) গাইবান্ধায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিক্রি কম হলেও হাটে ব্যপক ভাবে উঠতে শুরু করেছে কোরবানির পশু। তবে প্রতিবছরের ন্যায় ভাল দাম না পাওয়ায় হতাশ সাধারণ বিক্রেতা ও ব্যবসায়ীরা। কোরবানির ঈদ কে সামনে রেখে জমে উঠেছ গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্ল্যাহপুর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ছোট বড় ৩১টি কোরবানিরর পশুর হাট। হাটগুলোর মধ্যে রয়েছে ১৮টি স্থায়ী ও ১৩টি অস্থায়ী। ইতিমধ্যেই এসব হাটে ব্যপক ভাবে উঠতে শুরু করেছে গরু, মহিষ, ছগল ও ভেঁড়া।
জেলার সব থেকে বড় পশুর হাট ভরতখালী, মাঠের হাট, দাড়িয়াপুর, নাকাইহাট, ফাঁসিতলাসহ বিভিন্ন হাটে এবার দেশি গরু, ছাগলের আনাগোনা বেশি। প্রতি বছরের মতো দেখা মিলছেনা ভারতীয় গরু। ভারতীয় গরু হাটে দেখা না গেলেও গরুর দাম অন্যান্য বারের তুলনায় কম হওয়ায় ন্যায্য দাম পাচ্ছে না সাধারণ বিক্রেতা ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি কোরবানিকে কেন্দ্র করে যাতে ভারতীয় গরু আমদানি না করা হয়। গোবিন্দগঞ্জ নাকাইহাটের ব্যবসায়ী একরামুল জানান, গরুর দাম কম তাই বিক্রি না করেই বাড়ি নিয়ে যাচ্ছি। দাম বেশি পেলে বিক্রি করবো। কারণ একটি গরুতে যা খরচ হয়েছে সেই অনুপাতে দাম না পেলে খরচ উঠবে না। দাড়িয়াপুর হাটের একাধিক পশু ব্যবসায়ী সাথে কথা বল জানা গেছে, ক্রেতারা সঠিক দামই বলছে না বলেই তারা পশু বিক্রি করতে পারছেন না। আবার ক্রেতা আতাউর রহমান বলেন, বিক্রেতার দাম ছাড়ছেন না তাই পশু কিনতে বেগ পেতে হচ্ছে।
এদিকে হাটের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তৈরি করা হয়েছে নিরপত্তা বলয় সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান গাইবান্ধা সদর থানার আফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার।