শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্মাণধীন বাড়ীর ছাদ থেকে কাঠ পড়ে পথচারীর মৃত্যু : মালিকসহ আটক-৩
নির্মাণধীন বাড়ীর ছাদ থেকে কাঠ পড়ে পথচারীর মৃত্যু : মালিকসহ আটক-৩
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫০মি.) কোরবানী পশু বিক্রির টাকা আনতে গিয়ে লাশ হলেন সিরাজগঞ্জ সদরের কাওয়াখোলা ইউনিয়নের দরিদ্র ফরহাদ আলী (৫২)।
আজ শনিবার দুপুরে শহরের ইসলামিয়া কলেজ রোডে অবস্থিত একটি নির্মাণাধীন ৫তলা বাড়ীর ছাদ থেকে কাঠ পড়ে নিহত হয়েছে। এ ঘটনার পর বাড়ীর মালিকসহ ৩জনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন, বাড়ীর মালিক কামারখন্দ উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিট অফিসার মহসিন হাবিব চৌধূরী রঞ্জু, নির্মাণকাজে নিয়োজিত রাজমিস্ত্রি সুরুজ মিয়া ও সূনীতি ইঞ্জিনিয়ানিং কনসালটেন্সির প্রধান নারায়ণ চন্দ্র।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম রতন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, ফরহাদ আলী কাওয়াখোলা ইউনিয়নের কাটেঙ্গার চরের বাসিন্দা। ঈদ উপলক্ষ্যে বাড়ীতে গবাদী পশু পালতো সে। কোরবানী দেয়ার জন্য তার কাছ থেকেই গবাদী পশু কিনেছেন তিনি। সেই টাকা নিতেই তার বাড়ীতে এসেছিলেন ফরহাদ আলী। টাকা নিয়ে দু’জনই রিকসার জন্য বাড়ীর সামনে গলির মাথায় অপেক্ষা করছিলেন।
এ সময় সামনে নির্মাণাধীন বাড়ীর ছাদ থেকে বড় ধরণের একটি কাঠের টুকরা এসে পড়ে ফরহাদ আলীর ঘাড়ের উপর। পরে তাকে নিয়ে যাওয়া হয় নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম খান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এই বাড়ীর মালিককে তিনি সহ থানা পুলিশও বারবার নিরাপত্তা বেষ্টনি গড়ে বিল্ডিং নির্মানের জন্য অনুরোধ করলেও বাড়ীর মালিক কোন ব্যবস্থা নেননি। যে কারণে দূর্ঘটনায় পথচারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনার জন্য সকল দায় দায়িত্ব বাড়ী তৈরীর কাজে নিয়োজিত শ্রমিকদের উপর চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোশ দাবী করেছেন বাড়ীর মালিক মহসিন হাবিব চৌধুরী রঞ্জু।
সদর থানার পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ঘটনার পর বাড়ীর মালিকসহ ৩জনকে আটক কওে থানা হেফাজতে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।