মঙ্গলবার ● ২১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ১ জনকে কুপিয়ে হত্যা : অপর ঘটনায় আহত-১
কাউখালীতে ১ জনকে কুপিয়ে হত্যা : অপর ঘটনায় আহত-১
কাউখালী প্রতিনিধি :: (৬ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৫মি.) কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের যৌথ খামার এলাকায় গতকাল সোমবার রাত সাড়ে ১০টার সময় ১ জন গ্রামবাসিকে উপজাতীয় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।
কাউখালী থানার পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের যৌথ খামার প্রত্যন্ত পাহাড়ী এলাকার স্থানীয় দোকানদার অংচাজাই মারমা (৪৫) পিতা পাইউ প্রু মারমা রাত সাড়ে ১০টার সময় দোকানের পিছনে তার বসত বাড়ি হতে বের হয়ে দোকানে আসার সময় একদল উপজাতীয় মুখোশপরা অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে এবং তাকে ধরে এলোপাতারী কোপাঁতে থাকেন এবং সে মাটিতে লুটিয়ে পড়েন কিছক্ষন পরেই সে মারা যায়। উপজাতীয় সন্ত্রাসীরা তার বাড়িতে আসার পুর্বে ১ রাউন্ড ফাকাঁ গুলি করেন।
ঘটনার খবর পেয়ে কাউখালী থানা পুলিশ রাত ১টার সময় ঘটনা স্থলে পৌছেঁ তার লাশ উদ্ধার করে কাউখালী থানায় নিয়ে আসেন।
হত্যার ব্যাপারে কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান আজ মঙ্গলবার লাশ পোষ্ট মর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়া এলাকার পাহাড়ী প্রত্যন্ত দেলার বিল নামক স্থানে আজ মঙ্গলবার রাত ৩টার সময় স্থানীয় ১জনকে মুখোশধারী সন্ত্রাসীরা কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রের জানা যায়, উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের তারাবনিয়া এলাকার দেলার বিলের বাসিন্দা মো. ইসমাইল হোসেন (৭০) পিতা মৃত আমির হোসেনের বাড়িতে রাত ৩টার সময় একদল মুখোশধারী সন্ত্রাসী তার বসত ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করেন এবং তার ঘরে গরু বিক্রি করা নগদ লক্ষাধিক টাকা, স্বর্নালংকার নিয়ে তারা চলে যান। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসক তার অবস্থা আশংজনক দেখে সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তবে বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।