বুধবার ● ২২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » কক্সবাজার » বৌদ্ধ মহাশ্মশান ও বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটি গঠিত
বৌদ্ধ মহাশ্মশান ও বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটি গঠিত
উখিয়া প্রতিনিধি :: (৭ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৬মি.) কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ও হলদিয়াপালং ইউনিয়নের ৬টি বৌদ্ধ বিহারের আওতাভূক্ত ৫শ পরিবারের ব্যবহৃত “বৌদ্ধ মহাশ্মশান ও বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র” পরিচালনার জন্য নতুন মেয়াদে একটি কমিটি গঠিত হয়েছে।
আজ ২২ আগষ্ট বুধবার সকাল ১০টায় শ্মশান চত্বরে আহবায়ক মধুসুদন বড়ুয়া মেম্বারের সভাপতিত্বে জয়াংশু বড়ুয়া’র সঞ্চালনায় শত শত মানুষের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের আবাসিক প্রজ্ঞাসত্য ভিক্ষু, আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে অমিয় বড়ুয়া, হেমলাল বড়ুয়া ও নিমাংশু বড়ুয়া।
সভা শেষে বিহার ভিত্তিক প্রেরিত প্রতিনিধিদের নিয়ে গঠিত নতুন কমিটি ঘোষণা করেন আহবায়ক কমিটির সদস্য অমিয় বড়ুয়া। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি- মধুসুদন বড়ুয়া, কার্যকরি সভাপতি- জয়াংশু বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি পটল বড়ুয়া, সহ-সভাপতি দীপক বড়ুয়া দিপু, সাধারণ সম্পাদক- রাজেশ্বর বড়ুয়া, যুগ্ম সম্পাদক- পরিমল বড়ুয়া, অর্থ সম্পাদক- হেমলাল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক- পলাশ বড়ুয়া, সহ-প্রচার সম্পাদক- ননাথ বড়ুয়া, ধর্মীয় সম্পাদক- শ্রীধন বড়ুয়া), সহ-ধর্মীয় সম্পাদক রুপন বড়ুয়া, কার্যকরি সদস্য যথাক্রমে- নীরেন্দ্র বড়ুয়া, মিলন বড়ুয়া ও প্রদীপ বড়ুয়া ।
নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান, শ্মশান পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিক্ষক (অব:) সুবদন ব ুয়া। এর আগে সকাল ৭টায় সকলের অংশগ্রহণের শ্মশান ভুমি পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়।