বৃহস্পতিবার ● ২৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পাহাড়িকা বাসের চাপায় নিহত-১ : আহত-২
রাঙামাটিতে পাহাড়িকা বাসের চাপায় নিহত-১ : আহত-২
ষ্টাফ রিপোর্টার :: (৮ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৮মি.) রাঙামাটি শহরের প্রবেশ পথ মানিকছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. সাহেদ নামের এক মোটর সাইকেল আরোহি যুবক পাহাড়িকা বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছে।
আজ ২৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যৌথবাহিনীর চেকপোষ্ট এর কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুইজন গুরুত্বর আহত হয়েছে। তারা হল : মো. সুমন (২৬) ও মো. সোহেল(২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা সার্ভিসের বাস (চট্টমেট্রো জ-১১০১৬২) মানিকছড়ি চেক পোষ্ট এর কাছাকাছি স্থানে চট্টগ্রারে দিক থেকে আসা তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিক অটোরিক্সাকে দ্রুত ধাক্কা দিলে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। মোটরসাইকেল আরোহী অপর দু’জন গুরুতর আহত হয়।
তাৎক্ষনিক স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহতবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে বলে রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটরা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার এসআই লিমন বোস সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটর সাইকেল আরোহি যুবকদের চাপা দিয়ে পাহাড়িকা সার্ভিস এর বাস চালক দ্রুত পালিয়ে যায়। চালক এখনো পলাতক রয়েছে।
নিহত সাহেদ হোছনাবাদ ইউনিয়ন যুবসেনার সদস্য বলে জানা যায়। সে মোগলের হাট এলাকায় তার বাবার রাইচমিল দেখাশোনা করতো এবং পরিবারে ৪ ভাই ৩ বোনের মধ্যে তৃতীয় সন্তান ছিল।ঈদের ছুটিতে এই তিন যুবক মোটরসাইকেলে করে রাঙামাটি বেড়াতে আসছিলো। মানিকছড়ি চেক পোষ্ট এর কাছাকাছি স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনার ঘটে। মোটরসাইকেল আরোহীরা সকলেই রাঙ্গুনিয়া উপজেলার মোগলের হাট এলাকার বাসিন্দা বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর রাঙ্গুনিয়া প্রতিনিধি মাইকেল দাশ নিশ্চিত করেছেন।