রবিবার ● ২৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » বান্দরবানে দুই ত্রিপুরা শিশু কিশোরী ধর্ষনের প্রতিবাদে পানছড়িতে মানববন্ধন
বান্দরবানে দুই ত্রিপুরা শিশু কিশোরী ধর্ষনের প্রতিবাদে পানছড়িতে মানববন্ধন
পানছড়ি প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২২মি.) বান্দরবানে দুই ত্রিপুরা শিশু কিশোরী ধর্ষনের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, ত্রিপুরা যুব ও ছাত্র ফ্রন্ট পানছড়ি উপজেলা কমিটি‘র উদ্যেগে প্রতিবাদ সমেবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার ২৫শে আগষ্ট দুপুর ২টার দিকে উপজেলার আদিত্রিপুরা পাড়া এলাকায় সংগঠনটির কার্যলয়ে ত্রিপুরা যুব ও ছাত্র ফ্রন্ট পানছড়ি উপজেলা কমিটির সদস্য সচিব অনজিত ত্রিপুরার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা কার্বারী এসোসোশিয়ানের প্রচার সম্পাদক জগতা আন্দন ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা কমিটি‘র সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি বরেন্দ্র লাল ত্রিপুরা প্রমূখ।
ত্রিপুরা ছাত্র ও যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য শুভ ত্রিপুরা (কুসুম) এর উপস্থাপনায় ও ত্রিপুরা ছাত্র ও যুব ফ্রন্ট পানছড়ি উপজেলা কমিটির সদস্য বরুণ ত্রিপুরার স্বাগত বক্ত্যের সভায় ধর্ষণকারী রবিউল, মারুফ ও সুজনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।
প্রসঙ্গত, বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রামগতিপাড়ায় দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনা হয়।