রবিবার ● ২৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চাকরি দেওয়ার নামে প্রতারণা : গ্রেফতার-১
চাকরি দেওয়ার নামে প্রতারণা : গ্রেফতার-১
রাউজান প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২৩মি.) প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে ২ লাখ টাকা উৎকোচ নেওয়ায় আজিজুল হক প্রকাশ চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।
গতকাল শনিবার ২৫ আগস্ট রাউজান থানা পুলিল তাকে গ্রেফতার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও রাউজান থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে প্রশ্ন ফাঁস, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরকে ম্যানেজ করে চাকরি পাইয়ে দেওয়ার জন্য প্রলুব্ধ করে মনি রক্ষিত নামের এক চাকরি প্রত্যাশীর কাছে চার লাখ টাকা দাবি করেন আজিজ। চাকরী পাইয় দেওয়ার নামে এর মধ্যে ২ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নিয়েছে প্রতারক অাজিজুল হক।
এরপর আজিজ মনি রক্ষিতকে প্রশ্নের সাজেশন দিতে থাকেন, একপর্যায়ে সম্ভাব্য চাকরি দাতাকে ভুয়া মর্মে সন্দেহ হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম হোসেন রেজার কাছে লিখিত আবেদন এবং প্রতিকার চান। সাক্ষী-প্রমাণ এবং অভিযুক্তের কথাবার্তা ফেসবুকসহ সার্বিক বিবেচনায় ঘটনা সঠিক প্রমাণিত হওয়ায় আজিজকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাউজান থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
শামিম হোসেন রেজা বলেন, কারও বিরুদ্ধে চলমান কোনো সরকারি নিয়োগে প্রভাব বিস্তারের অভিযোগ থাকলে দ্রুত প্রশাসন অথবা পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ জানান। চাকরি পাওয়ার আশায় কারও কাছে আর্থিকভাবে প্রতারিত না হতে এবং কারও বিরুদ্ধে চলমান কোন সরকারি নিয়োগে প্রভাব বিস্তারের অভিযোগ থাকলে দ্রুত প্রশাসন অথবা পুলিশের সহায়তা নিতে বলেন তিনি।