রবিবার ● ২৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » সড়ক দূর্ঘটনারোধে পলাশবাড়ীতে বিশেষ অভিযানে তিনদিনে দেড়’শ মামলা
সড়ক দূর্ঘটনারোধে পলাশবাড়ীতে বিশেষ অভিযানে তিনদিনে দেড়’শ মামলা
গাইবান্ধা প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪১মি.) গাইবান্ধার পলাশবাড়ীর চিহ্নিত দূর্ঘটনা প্রবণ এলাকা মহেশপুর-বাঁশকাটা মহাসড়ক এলাকায় সড়ক দূর্ঘটনারোধে র্যাব-১৩ এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের সমন্বয়ে নির্দিষ্ট পয়েন্টে বিভিন্ন যানবাহন চলাচলে সচেতনতামূলক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে নির্দিষ্ট চেকপোস্ট পয়েন্টে গত তিনদিনে চলাচলরত বাস-ট্রাক, কোচ, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স, সিএনজি ও মোটরসাইকেল চালকদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শসহ যানবাহনসমূহের ফিটনেস, রোড পারমিট, সীটবেল না পড়া ও ড্রাইভিং লাইসেন্সসহ নানা ত্রুটিবিচ্যুতি যুক্ত থাকায় ওইসব যানবাহনের বিপরীতে প্রায় দেড়’শ মামলা রুজুু করা হয়।
গত ২৩ থেকে ২৫ আগস্ট তিনদিন বিরতিহীন অভিযান চালিয়ে বিভিন্ন ত্রুটির কারণে যথাক্রমে ৩৫, ৩২ ও ৭৬সহ বিভিন্ন ধারায় ১শ’ ৪৩টি মামলা দায়ের করা হয়। উপজেলা সদরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় পয়েন্টে গাইবান্ধা র্যাব-১৩ এর এএসপি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে গত তিনদিন ধরে সড়ক দূর্ঘটনারোধকল্পে এই অভিযান পরিচালিত হচ্ছে।
র্যাবের এএসপি হাবিব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ অভিযান পরিচালনাকালীন মহাসড়কের ওই পয়েন্টে কোন ধরনের দূর্ঘটনা ঘটেনি। এমন সতর্কতামূলক অভিযান অব্যাহত থাকবে।