রবিবার ● ২৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে চাঞ্চল্যকর আল আমিন হত্যাকান্ডে নিহত আরো-১
পার্বতীপুরে চাঞ্চল্যকর আল আমিন হত্যাকান্ডে নিহত আরো-১
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৮মি.) দিনাজপুরের পার্বতীপুুরে চাঞ্চল্যকর আল আমিন হত্যাকান্ডের মৃত্যুর মিছিলে যোগ হলো আরও একটি লাশ। শনিবার ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আল আমিনের ছোট ভাই মঞ্জুরুল সরকার গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পঞ্জা লড়ে অবশেষে ২০দিন মারা গেছেন। ঘটনার সময় প্রতিপক্ষের দূর্বৃত্তরা মঞ্জুরুল সরকার (৩২) কে কুপিয়ে দু হাত দু পা ভেঙ্গে দেয় এবং ধারলো অস্ত্রদিয়ে কুপিয়ে গোটা শরীরসহ কিডনীতে আঘাত করলে ঘটনা স্থলেই নিহত হয় আল আমীন।
উল্লেখ্য, পূর্ব শত্রুতা ও বিবদমান জমি জমার জের ধরে উপজেলার হাবড়া ইউনিয়নের ফুলেরঘাট নামক বাজারে ৫আগষ্ট রাতের প্রথম প্রহরে প্রতিপক্ষের সংঘবদ্ধদল ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মঞ্জুরুল সরকার ও আল আমিনের উপর আক্রমন চালালে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুল সরকারের গোঁঙানীর শব্দে আশ পাশের লোকজন জড় হয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শেষ পর্যন্ত ২০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঞ্জুরুল সরকার শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। লাশ ময়না তদন্তের পর শনিবার রাত ১১টায় দাফন করা হয়েছে। নিহত মঞ্জুরুল সরকারের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের পরিবারের দুজন হত্যাকান্ডের শিকার হওয়ার পরও প্রতিপক্ষের দূবৃত্তরা আবারও প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। একই ঘটনায় দুজন নিহতের বিষয়টি পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফখরুল ইসলাম নিশ্চিত করেছেন।