মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » গুনীজন » জীবন- মরণ সন্ধিক্ষণে শিক্ষাবিদ সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থবির
জীবন- মরণ সন্ধিক্ষণে শিক্ষাবিদ সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থবির
সুমনোপ্রিয় ভিক্ষু :: বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি,রাঙ্গুনীয়া শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি, ধর্মরত্ন অনাথালয়ের প্রতিষ্ঠাতা, অনাথের নাথ, সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থিবর মহোদয়।
শেষ নি:শ্বাস ত্যাগের অপেক্ষায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে নিবিড় পরিচর্যায় রয়েছে । প্রায় দেড়মাস থাইল্যান্ড চিকিৎসার পর গত ২০ আগষ্ট থাই বিমানে ঢাকা হয়ে চট্রগ্রাম আসেন। অত্যন্ত স্বাধীন দৃঢ়চেতা সমাজ ও শাসন সদ্ধর্মের দরদী মানুষ ছিলেন। সব সময় ভিক্ষুসংঘকে রক্ষা করার চেষ্টা করতেন। তার সাংঘিক প্রশাসনিক ও সাংগঠনিক চিন্তাচেতনা ছিল অসাধারণ। আজীবন সংঘের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। সকল সম্প্রদায়ের অনাথ ছেলেমেয়েদের অশ্রায় দিয়ে শিক্ষাদীক্ষায় প্রতিষ্ঠিত করে মানবতার কাজ করেছেন । এই রূপ সার্বজনীন মানবতাবাদী মধ্যহ্ন সূর্যের ন্যায় তেজদীপ্ত সংঘ পুরুষকে আমরা চিরতরে হারাচ্ছি। অনিত্য, দুঃখ ও অনাত্মের সাবলীল হৃদয়গ্রাহী নিগূঢ় তত্ত্বে সবাইকে বেদনাহত করে চিরবিদায়ের অপেক্ষায়। সত্য সুন্দর নৈর্বাণিক -ধর্মের পূজারীদের প্রতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বিশেষ আহ্বান ভান্তের অন্তিম যাত্রা যাতে সুখময় হয় এ প্রত্যাশায় সকলই পুণদান করবেন।