বুধবার ● ২৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » অপহৃত শিশু ১৭ ঘন্টা পর ত্রিশাল থেকে উদ্ধার : গ্রেফতার-৩
অপহৃত শিশু ১৭ ঘন্টা পর ত্রিশাল থেকে উদ্ধার : গ্রেফতার-৩
ময়মনসিংহ অফিস :: (১৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৭মি.) ময়মনসিংহের গফরগাঁও থেকে শিশু শিক্ষার্থী ফাহিম হোসেন (০৬)কে অপহরনের ১৭ ঘন্টা পর ত্রিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহৃতের খালাতভাইসহ ৩ জনকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ। ফাহিম স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
ফাহিমের পারিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে গফরগাঁও উপজেলার সান্দিয়াইন গ্রামের কাতার প্রবাসী মফিজুল ইসলামের বাড়িতে তার ভায়রা ভাইয়ের ছেলে সাব্বির বেড়াতে আসে। এ সময় দুই খালাতো ভাই ফাহিম ও ফুয়াদকে চকলেট কিনে দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর চকলেটসহ ফুয়াদকে বাড়িতে দিয়ে যায় খালাতো ভাই সাব্বির। তবে ফাহিম বাড়ি ফিরে না আসায় পরিবারের সন্দেহ হয় খালাতো ভাই সাব্বিরের উপর। পরে কৌশলে রাতেই ফাহিমের স্বজনরা সাব্বিরকে মোবাইলে বাড়িতে ডেকে এনে আটক করে গফরগাঁও থানা পুলিশে খবর দেয়।
এদিকে গফরগাঁও থানা পুলিশ মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ৮টায় অভিযুক্ত সাব্বিরকে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচুর নয়াপাড়া গ্রামের মোফাজ্জলের বাড়ি থেকে অপহৃত ফাহিমকে উদ্ধার করা হয়। এসময় ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে বাড়ির মালিক মোফাজ্জল ও চিলাকান্দা গ্রামের রফিকুলের ছেলে হারুনকে আটক করা হয়।
গুম হওয়া শিশু ফাহিমের মা আকলিমা বেগম বলেন, তার বাবা দীর্ঘদিন যাবত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অবস্থান করছেন। দুষ্ট লোকের প্ররোচনায় সাব্বির তার খালাতো ভাই ফাহিমকে গুম করে টাকা আদায়ের পরিকল্পনা করছিল বলে মনে হয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আহাদ খান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক তিনজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।