বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি ::(১৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৩মি.) পাবনায় আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও স্থানীয় নিউজ পোর্টাল দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে নৃসংশভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং সারাদেশ ব্যাপী সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে ৩০ আগষ্ট বৃহস্পতিবার গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়। গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে আনন্দ টিভি পরিবার ও দর্শক ফোরাম এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মকসূচীতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রিনিক ও স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে আনন্দ টিভির স্টাফ রিপোর্টার মিলন খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, যুগান্তর জেলা প্রতিনিধি গোবিন্দলাল দাস প্রমুখ। বক্তারা আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে নৃসংশভাবে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক কুদ্দুস আলম, আবু কায়সার প্লাবন, খায়রুল ইসলাম, শাহাদত হোসেন মিশুক, কায়সার রহমান রোমেল, সাইফুল মিলন প্রমুখ।