![হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/77526-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চবি ভিসিকে হত্যার হুমকির প্রতিবাদে চবি ছাত্রলীগের মানববন্ধন
চবি ভিসিকে হত্যার হুমকির প্রতিবাদে চবি ছাত্রলীগের মানববন্ধন
চট্টগ্রাম প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৬মি.) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,প্রখ্যাত সমাজবিজ্ঞানী, বরণ্য বুদ্ধিজীবি ড. ইফতেখার উদ্দীন চৌধুরীকে মুঠোফোনে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্দন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী ছাত্রলীগের রেজাউল হক রুবেল গ্রুফ এই মানববন্দনের আয়োজন করে। চবি ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক সায়ন দাশ গুপ্ত এই মানববন্দনের নেতৃত্ব দেন। এই সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগ নেতা মিঠুন পালিত, মিলু প্রামাণিক, জাহিদুল হাসান, সাদাফ খান, সাজন, কনক সরকার সহ শতাধিক নেতাকর্মী।