মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে হাবিবুর রহমান নির্বাচন থেকে সরে গেলেন
রাঙামাটিতে নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে হাবিবুর রহমান নির্বাচন থেকে সরে গেলেন
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পৌরসভা নির্বাচন - ২০১৫ জেলা আওয়ামীলীগের নেতা সাবেক রাঙামাটি পৌরসভার চেয়ারম্যান বিদ্রোহী স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হাবিবুর রহমান নির্বাচন থেকে সরে গেলেন, আওয়ামীলীগের মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরীকে নৌকা প্রতীকের প্রতি সমর্থনের ঘোষণা দেন।
২২ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান এই ঘোষণা দেন।
বক্তব্যে তিনি বলেন, দলের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং আঞ্চলিক দলের সাম্প্রদায়িক রাজনীতি যাতে মাথচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য তিনি নৗকা প্রতীকের প্রতি তার সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এসময় তিনি তাঁর পক্ষে কাজ করার জন্য যাদের বহিষ্কার করা হয়েছে তা প্রত্যাহার করার জন্য অনুরোধ জানান ও যুব নেতা আকবর হোসেন চৌধুরীর পক্ষে কাজ করা প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান সহসভাপতি মাহবুবুর রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, রাঙামাটি সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাধারণ সম্পাদক হাজি মোঃ মুছা মাতব্বর ও আওয়ামীলীগের মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরীসহ জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার নির্বাচন বিষয়ে যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে তা প্রত্যাহারের ঘোষণা দেন, তিনি হাবিবুর রহমানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।
হাবিবুর রহমানকে ধন্যবাদ জানিয়ে মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরী বলেন, পার্বত্যাঞ্চলে অসাম্প্রদায়িক, শান্তি-সম্প্রীতিপ্রিয় শক্তি নেতৃত্বে আসীনে হয়ে এ অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্য হাবিব ভাইয়ের এ ত্যাগ আমি সম্মানের সাথে চিরদিন মনে রাখবো। তিনি তাঁর এ ত্যাগস্বীকারের জন্য হাবিবুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।