মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জে নির্বাচনের মাঠ গরম
হবিগঞ্জে নির্বাচনের মাঠ গরম
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে নির্বাচনের মাঠ গরম ক্রমেই গরম হচ্ছে ভোটের মাঠ। পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও সংঘাত-সহিংসতা ঘটছে। প্রার্থীদের প্রচার, মিছিল ও গণসংযোগ চলার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের হামলার ঘটনা ঘটছে। শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশ কতটুকু শান্তিপূর্ণ থাকে এ নিয়ে উদ্বিগ্ন অনেকেই।
সংঘাত-সংঘর্ষের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জোরালো অভিযোগও পাওয়া যাচ্ছে। মন্ত্রীসহ সরকারদলীয় এমপিদের নির্বাচনী প্রচারে নামার বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও অনেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ উঠছে। এ অবস্থায় অনেক জায়গায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী মোতায়েনের দাবিও উঠছে।
এদিকে, হবিগঞ্জ পৌরসভা নির্বাচনেও ঘটছে অনেক ধরণের নির্বাচনি বিধি লঙ্ঘন। কিন্তু প্রশাসন কি করছে। আর দলীয় নেতাকর্মীরাইবা কি করছেন। কি পরিকল্পনা করছেন তারা ?