সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিএনপি’র ৪শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
আত্রাইয়ে বিএনপি’র ৪শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৮ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০২মি.) নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার নতুন বাজার তুলাপট্টি তিন মাথার মোড় এলাকায় গত শনিবার পুলিশের সঙ্গে বিএনপি’র নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপি’র ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪শত জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
আত্রাই থানা উপ-পরিদর্শক সুতসোম সরকার বাদি হয়ে সরকারি কাজে বাধা, পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ এনে ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪শত জন নেতা-কর্মীর বিরুদ্ধে ওই দিন রাতে মামলা দায়ের করেন। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
মামলার আসামিরা হলেন, থানা বিএনপি’র আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজুসহ মো. আব্দুল মান্নান, মো. তছলিম উদ্দিন, শেখ একরামুল হক পিন্টু, শেখ মুনজুর রহমান, মো. আব্দুল জলিল চকলেট, পারভেজ ইকবাল, মো. জাকিরুল ইসলাম সনি, মো. আদর, মো. নজরুল ইসলাম, মো. আতাউর রহমান, মো. আশরাফুল ইসলাম, মো. বাহাদুর, মো. পারভেজ, মো. আব্দুল মান্নান, মো. সাবু, মো. আলাউদ্দিন আলা, মো. আব্দুল হাকিম, মো. লুটু, মো. আলমগীর হোসেন, সোহেল, মো. মোনয়ার হোসেন লোটাস, মো. ইলিয়াস হোসেন, মো. জাহাঙ্গীর আলম পিন্টু, মো. আব্দুল মান্নান, মো. তারেক, মো. লিংকন, মো. আরিফ, মো. আব্দুল মতিন, বুলেট, ওহাব খামারুসহ অজ্ঞাতনামা আরো ৪শত জন নেতা-কর্মীকে ঐ মামলায় আসামী করে পুলিশ।
এ ব্যাপারে আত্রাই থানা বিএনপি’র আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুমতি চেয়ে আমরা আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ও নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছি এবং থানা পুলিশের উপস্থিতিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারা দেশে শান্তিপূর্ন কর্মসূচীর অংশ হিসাবে এখানেও দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে র্যালীতে পুলিশ বাধা দেয় ও নেতা-কর্মীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে। এতে অন্তত ৩০-৩৫ জন নেতাকর্মী আহত হন। এ নেতা আরো বলেন পুলিশ নেতা-কর্মীদের হয়রানি করতে তাদের বিরুদ্ধে শতভাগ মিথ্যা মামলা দিয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী সরকারী কাজে বাধাদানের নিমিত্তে পুলিশ সদস্যদের উপর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায় এবং চার পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় উপ-পরিদর্শক সুতসোম সরকার বাদি হয়ে সরকারি কাজে বাধা, পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ এনে ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪শত জন নেতা-কর্মীর বিরুদ্ধে ওই দিন রাতে মামলা দায়ের করেন।