বুধবার ● ৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » এরশাদ এরশাদ
এরশাদ এরশাদ
কবি উত্তম কুমার বড়ুয়া
এরশাদ, এরশাদ, কবিবর এরশাদ !
গানে ও কবিতায় তুমি শুধু এরশাদ
এই নামে জয়গান চলছে অবিরাম
লেফটেনেন্ট জেনারেল হুসেইন মোহাম্মদ।
এরশাদ ! এরশাদ !
জনগন ডাকে তাকে এই নামে বারবার
বাংলার নেতা তিনি আমরাও সাথে তার।
একই সাথে ঘাটে মাঠে
চারিদিকে আছি আমি
আর আছে মহানেতা এরশাদ, এরশাদ
যে যতই বলে যাক দোষে গুনে মানুষ হয়
মহান হৃদয় মনে অনিন্দ সুন্দর।
এরশাদ ! এরশাদ ! প্রেসিডেন্ট এরশাদ
আর্মিতে ছিলে তুমি গৌরবে দীপ্তিতে
প্রেসিডেন্ট হলে তুমি মানচিত্র ভালবেসে
আমার দেশের আমার মাটির।
এরশাদ ! এরশাদ ! বাংলার এরশাদ
যে তোমাকে জেলে দিল বিক্ষোভে ঘৃণায়
যে অবুঝ তাকে তুমি ক্ষমা করো আপন দয়ায়
মৃত্যুতো সবার হয় গৌরব যেমন হোক
সুতরাং তা বিবেচ্য নয় আমি চাই হৃদয় মহৎ
রাজনীতি কুটনীতি সেখানেতো সবই নীতি
শুধু বুঝ দেয়ার শুধু প্রতিক্ষার ।
এরশাদ ! এরশাদ ! জিন্দাবাদ এরশাদ।
হাজার বছর তুমি থাকো এই দেশে
শান্তি দিয়ে, সুখ দিয়ে, দিয়ে অসীম ভালোবাসা
আমাদের ভোটে জিতে গিয়ে তুমি সংসদে
গভীর মমতা দিয়ে রাজনীতি ঝেড়ে ফেলে
বলো তুমি আমাদের কথা বার বার।
অন্তরের গহীন হতে সকলের কাছে
এরশাদ ! এরশাদ ! প্রাণময় এরশাদ !
পথকলি! গুচ্ছ গ্রাম পল্লীবন্ধু বাঁচাও আজ
মানুষ হয়ে তুমি দাও মানবতা
হত দরিদ্রের সেবা নিঃস্ব রিক্তের সেবা
যে করে সে জন
মহৎ হহৃদয় তার বিরাট বিশাল
এরশাদ ! এরশাদ ! জয় জয়াকার হোক দিক
অনন্ত নক্ষত্রেও
এরশাদ ! এরশাদ ! চিরঞ্জীব এরশাদ ।